নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনুভবে ভালোবাসা!

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৪৭

সিংহাসন নেই ছাড়ি তোর জন্য,
এই হৃদয়টা দৈর্ঘ্য-প্রস্থে মেপে দেখিস:
একটা বিশাল সাম্রাজ্য পাবি;
ফাঁকা:রাণীহীন!


ভান্ডার নেই,গড়ি তাজমহল,
একবার ডুব দিয়ে দেখ এ মনে,
আমি ঘাম-রক্তহীন গড়েছি ভালোবাসার কুঠির!
জোসনায় জ্বল-জ্বল করেনা;
জোসনা চুঁয়ে পরে ফাঁক-ফোকর গলে।

ভালোবাসা পদার্থ নয়,
মিলানো যায়না E=mc2 সূত্রে!

সব মেঘে বৃষ্টি নামেনা,
সব মন ভালোবাসতেও জানে না,
ভালোবাসা পৃষ্ঠটানের মতই একটা মায়া,
তোর জন্যই আমি ছাপ রেখে যাই,
আমার জন্যই তুই বৃষ্টি হয়ে নামিস-
আকাশের বুক ছিড়ে!

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসা পদার্থ নয়,
মিলানো যায়না E=mc2 সূত্রে!


বলেন কি !!!

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: যায় নাকি ভাই!?

২| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: পুরোটাই ভালো লেগেছে।
শেষের প্যারা সত্যিই অসাধারণ লেগেছে।
ভালোবাসা পদার্থ নয়,
মিলানো যায় না E=mc2 সুত্রে। এখান টাতে +

৩০ শে মে, ২০১৭ রাত ১২:০০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই,ভালোলাগা দেবার জন্য,আপনার জন্যও রইল শুভ কামনা।

৩| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
চলে মানে দৌড়াবে !! সুন্দর হয়েছে !!

৩০ শে মে, ২০১৭ রাত ১২:০১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,শাহরিয়ার কবীর ভাই।ভাল থাকুন সবসময়।

৪| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কথা বলে গেছেন কবিতায়। ভালো লাগলো আমার।

শুভকামনা আপনার জন্য।

৩০ শে মে, ২০১৭ রাত ১২:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই,আপনার জন্যও রইল শুভকামনা।

৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:০৬

ওমেরা বলেছেন: সব মেঘে বৃষ্টি নামেনা জী এটা ঠিক ।

সব মন ভালোবাসতেও জানে না ,না এটা ঠিক বলেন নাই কারন সবার মনেই ভালবাসা আছে তবে সবাই প্রকাশ করতে পারে না ।

যেমন আপনি সুন্দর ভাবে আপনার ভালবাসাকে প্রকাশ করেছেন ।

কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ।

৩০ শে মে, ২০১৭ রাত ১২:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ওমেরা ভাই,,হয়তো আপনার কথাই ঠিক।তবে থাকে না কিছু....।
ভালোবাসাটা একেক- জনের কাছে একেক রকম,প্রকাশটাই আসল।
ধন্যবাদ,সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন ।

৬| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৩২

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো +++++

৩০ শে মে, ২০১৭ সকাল ৮:৩৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,শূন্যনীড় ভাই,ভালোলাগা দেবার জন্য,আপনার জন্যও রইল শুভকামনা।ভাল থাকবেন।

৭| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
@ওমেরা ভাই, বলেন কি একি কান্ড ! :-P

৮| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৩৮

ওমেরা বলেছেন: আচ্ছা ওমেরা নামটা কি আপনার কাছে ছেলে মনে হল !!

শাহারিয়ার ভাইয়া বলেন তো কেমন লাগে ?

৩০ শে মে, ২০১৭ সকাল ৮:৩৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা..ভাইরে ,ভাই'শব্দটা এখন কমন জেন্ডারে পরে গেছে..মেয়েরাও মেয়েদের ভাই বলে সম্বোধন করে।
আশা করি মনে কিছু নিবেন না,ভাই!

৯| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
@ এখন থেকে আমিও ওমেরা ভাই বলে ডাকব, কি বলেন ?

৩০ শে মে, ২০১৭ সকাল ৮:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: থাক ভাই,ওনাকে আর ভাই' বলে ডাইকেন না..ভাই।

১০| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: জী না !আমাকে ভাই বল্লে আমার কেমন যেন লাগে ।

১১| ৩০ শে মে, ২০১৭ রাত ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
@ ওমেরা, ওহ আচ্ছা, তাহলে আপনাকে নানী বলে ডাকি B:-/ ?

১২| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

জুনিয়ার ব্লগার বলেছেন: সুন্দর +

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই,#জুনিয়ার ব্লগার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.