নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

নেশাময় স্মৃতি!

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:৪২

অভিমানের বেঁড়িবাধ ভেঙ্গে গেছে,
সহস্র চেষ্টায়ও পাইনি খুঁজে তোর রক্তাক্ত হৃদয়;
বেশি ভাবুকের প্রেম হতে নেই,
বুঝাতে গিয়েই তোরে দিলাম: ব্যর্থতার পরিচয়!



তোরে দেখেই বুঝলাম:
মানুষ দু'চোখে দু'টো সমুদ্র ধরতে পারে,
বুকে একটা ব্যাথার হিমালয়,
আমার চোখেও নোনতা জল ছিল,
বুকে অসহ্য ব্যথা,
যদি ফিরে তাকাতিস!
আঁড়ালেই ও ব্যথা কিযে করে ক্ষয়!?

আমি ভিষন নেশাগ্রস্ত এখন,
তোর স্মৃতি আফিমের মতই;
যতবারই ঝেড়ে ফেলি,ততবারই দিই ডুব!
অত আহামরি নয় রূপ-যৌবন,
মানুষ ভুলেনা,এক সাথে থাকা দীর্ঘক্ষণ,
শুধু তাই:তোরে মনে পড়ে খুব!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৫০

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,কানিজ রিনা আপু!
ভালো থাকবেন।

২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । তবে একটু টাইপো দেখে নেবেন ।

শুভকামনা ।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ নীলপরি।টাইপ বলতে নিজের শেখা,হয়তো দাঁড়ি-কমা বানানেও ভুল থাকতে পারে,এটা সহজাত।
চেষ্টারত আছি যাতে ভুল না হয়।
ধন্যবাদ বলার জন্য।ভালো থাকবেন।

৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ২:৪৫

ওমেরা বলেছেন: বেশ ভাল লাগল ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,ওমেরা আপু!
ভাল থাকুন,সঙ্গেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.