নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আবার নতুন শুরু!

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

ছিড়ে দিলাম ভালোবাসার জাল,
বুনেছি যা,
মায়া -মোহে কয়েক মহাকাল!

ভেঙ্গে দিলাম আবেগের ওই বাধ,
রেখেছি যা জমা করে,
টুকরো-টুকরো সাধ!

খুলে দিলাম মনের দরজাখানি,
অজস্রকাল আঁধারেই ছিল,
কেউ ঢুকে দেখেনি।

মেনে নিলাম,মানুষ পাল্টে যায়,
বিশ্বাস তাই শিকোয় নিলাম,
যেন,কেউনা নাগাল পায়!



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ভালো, সবকিছু সহজ য়ে গেলো; পেছনে তাকাবার দরকার নেই!

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চাঁদগাজী ভাই,সেটাই!
অনেক তাকিয়েও কেউ হতাশা পেতে দেখলে ওদিকে তাকাতেই ইচ্ছে হয়না!
ধন্যবাদ ভাই।

২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,সেলিম আনোয়ার ভাই।

৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ২:৫২

ওমেরা বলেছেন: সুন্দর ++++++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,ওমেরা আপু!

৪| ১৩ ই জুন, ২০১৭ রাত ৩:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: এমন করতে পারলে তো ভালই।

কিন্তু আবেগের কাছে হার মানতেই হয়।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,সেটাই,আছে না এমন অনেক যারা আবেগের কোন দামই দিতে চায় না,তাদের জন্য আবেগটা খরচ করাও বৃথা!
অনেকবার নিজে হেরেই দেখেছি...ব্যাথা কোন ফল অাসনি।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৫| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ আপনাকে ধ্রুবক আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.