নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

স্বৈরপ্রেম!

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৩

পাখি তোরে দেবো বন্দী জীবন,
তুই উড়বি,ডাকবি মনেরই খাঁচায়,
পাখি তোরে শেখাবো মনের ভাষা,
বল্লে বুঝবি,আমি কী আপন!

পাখি তোরে আহার-নিদ্রা সবি দেব,
দেব ভালোবেসে স্নান,
পাখি তোরে নিজের হাতেই সাজিয়ে দেব,
গুছিয়ে দেব মান!



পাখি তোরে রাখব আলোয়,
আঁধারে থাকবো পাশে,
পাখি তোরে যেতেও দেব না!
মরণ যদি আসে!

ভয় লাগে,তুই বনের পাখি,
মিশে যদি যাস বনে!?
তাইতো তোরে দেইনা মিশতে,
রাখি সঙ্গোপনে!

যতই দেখাস অভিমান তুই,
ভার রাখিস ওই মুখ..
খাঁচার দুয়ার খুলে দেবনা,
শূন্য করতে বুক!


আমি ভীষন অধিকারী,
মনের খাঁচায় বন্ধী করি,
রেখে দেব বাকিটা জনম..
পাখি,তোর সাথে দুখ-সুখ বাটব,
অষ্টপ্রহর জেগে থাকব,
একি সাথেই যাব ছেড়ে,এ ধরাধম!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বেশ ছন্দময় ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,সেলিম আনোয়ার ভাই।
চেষ্টা করি ওভাবে লেখার,বাকিটা আপনাদের অনুপ্রেরণা।

২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরোটা কবিতা সুন্দর ছন্দময়, তবে শেষের দিকে একটু তাড়াহুড়ো করেছেন মনে হচ্ছে।

পাঠে মুগ্ধতা, লিখেছেন সুন্দর। +++

শুভকামনা রইল কবি'র জন্য।

৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:১৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,নাঈম ভাই,লেখায় একটু টুইস্ট আনতে চেয়েছি..তাই শেষটা এমন হয়েছে।
আশা করি আপনারা সাথে থাকলে এগুলা কাটিয়ে উঠতে পারব।
ধন্যবাদ ভাই।

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৫

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।+++
শুভকামনা রইল। ভালো থাকবেন।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৩৫

নাগরিক কবি বলেছেন: অধিকার কিন্তু ধরে রাখতে হয় ( তবে তা ভালবাসা দিয়ে)।

সুন্দর ছন্দময়।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই।তবে ভালবাসা দিয়া সবসময় সব কিছু ধরে রাখাা যায়না ভাই।
ধন্যবাদ।

৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৫৯

জগতারন বলেছেন:
ঠিক এমন একটি কবিতা এই ব্লগে আজ থেকে দুই বৎসর আগে পড়ে ছিলাম। বুঝতে পারলাম না সেই একই কবিতা পুঃন প্রচার কিনা! সেই কবির নাম এখন স্মরন করতে পারছিনা। তবে বিষয় বস্তু ও ভাবধারা একই। তবে সে কবিতাটির প্রতিকি ছবি হাতের মুঠোয় ছোট্ট একটি পাখী ধরা ছিল।
আশা করি অন্যের কবিতা এখানে প্রচার হচ্ছেনা।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: জাগতরন ভাই,কোথায় দেখেছেন জানালে উপকৃত হতাম।কবিতার থিম মিলতেই পারে,তাই বলে কবিতা এক বলা ঠিক কিনা ভেবে বল্লে বোধয় আরেকটু ভাল হত।যাহোক কবিতটা ইদানিং লিখলাম,মাস খানেক হল,আমার ফেবুতে দিয়েছিলাম,ভাবলাম ব্লগেই দিই।
যাহোক জানানোর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.