নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

একলা জীবন!

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২

একা থাকতে শিখে গেছি বেশ,
আঁধারের নেই ভয়,
তোর অবহেলা,
মেনে নেয় বেলা,
মানেনি এ হৃদয়!

একা চলতে শিখে গেছি আজ,
আর খুঁজি না হাত!
তোর হাত ছাড়া,
যেতনা-ই পারা,
এখন নেই সে সাধ!

একা বাঁচতে চাইনি আমি,
ভেবেছি থাকবি তুই,
তোর সাথে জীবন,
ভাগ করে স্বপন,
কাটিয়েই দেব সই!

তুই তোর মত,
আছিস অবিরত,
দু'জনে মনেতে একলা,
এ জীবন হায়,
না বেশি কিছু চায়,
তবু কেন তা মেঘলা!??

আর ফিরিস না মেঘ হয়ে তুই,
আমি না হব রোদ,
তোর যত ভুল,
আমার মাশুল,
হয়ে গেছে শোধবোধ!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন।+++
প্রতিটি লাইন, প্রতিটি প্যারাই দারুন!
শুভকামনা রইল। ভালো থাকবেন।

২| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,
শুভকামনা আপনার জন্যও।

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪০

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা !!

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,ওমেরা আপু!

৪| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
বেশ!

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,ভ্রমরের ডানা!

৬| ২০ শে জুন, ২০১৭ ভোর ৫:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:০৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.