নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন!

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬

স্বপ্নের কোন রঙ নেই,
তবু স্বপ্ন রঙ্গীন,
ডানা মেলেনা তবু,
উড়ে সীমাহীন!



সবটুকু নিরবতা,
তবু কোলাহল,
শুষ্কতা জলহীন,
তবু ছলো-ছল!

সত্যি হয়না কবু,
তবু মিথ্যাতো নয়,
দেয়না সে ধরা তবু,
কাছে-কাছে রয়!


এরই নাম হয়তো স্বপ্ন,
জমা চোখে-চোখে,
কখনো সে মন ভাঙ্গে,
নীঁড় বাঁধে বুকে!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৯

বিজন রয় বলেছেন: মন যতখানি আবেগীয় স্বপ্ন ততখানি রঙিন।

তবে জীবন্ত স্বপ্ন রঙিন।
+++

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম বিজন রয় ভাই।তবে আমার মতে স্বপ্ন হলো প্যারাডক্সিক্যাল,মানে পুরোটাই বৈপরীত্যে ভরা।এ যেমন:পাবার আশা থাকে আবার না পাবার ভয় কিংবা হতাশা থাকে!
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,সেলিম আনোয়ার ভাই।আপনার প্রোপিক টা দেখলেই কেমন জানি ভাললাগা কাজ করে!
ধন্যবাদ ভাই।

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: স্বপ্নকে বৈপরীত্যের মনে হয় এই জন্য যে, আমাদের মনের ভিতর অন্য কে যেন একজন কথা বলে সবসময়।

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা,হয়তো বা তাই-ই হবে।ধন্যবাদ ভাই ।

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই,নাগরিক কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.