নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

মেনে নিলাম..

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৪

আজ আজ,কাল কাল করে
হারাচ্ছে সময়,
আছি আছি,নাই নাই করে
আর কত অভিনয়!?



সুখটা ময়না পাখি,
কথা কবে ধীরে
জীবনটা স্রোতের চাকা,
ক্ষয়ে গেলেও ঘুরে!

মানুষ আমি হাটছি,
দৌঁড়ায় মন কত দিগন্ত..
ক্ষণিক আপন,ক্ষনিক পর
সম্পর্কের দঁড়ি খুঁজে অন্ত!

একদিন সাঙ্গ হবে,
বেলা আর লীলা;
অভিযোগ বাসী হবে,
অভিমান শিলা!

অতঃপর,যা আছে তা মেনে নিই,
যা নেই তা থাক!
যা দিয়ে জীবন চলে,তা পেলেই হবে
বাকিটুকু পুরে হোক খাঁক!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

মার্ক জুকারবার্গ বলেছেন: এই আপনার সমস্যা কি ? একদিনে এতো পোষ্ট দিচ্ছেন যে, দুনিয়ার যত প্রেম আপনার হৃদয়ে একদিনে উতলা, উতলা পড়ছে নাকি । না নিজেকে বড় কবি ভাবে ভাবেন, কোনটা ? পোষ্ট দিচ্ছেন ভালো কথা,এখন থেকে শুধু মাইয়াগো ব্লগ না পড়ে একটু হলেও ছেলেদের ব্লগও পড়ুন এবং মন্তব্য করুন। এটা কোন প্রেম বাগান না, এটা ব্লগ X((

২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ছয়মাসেও ব্যবহারটা শিখতে পারলেন না,অাফসোস হয় আপনাদের মত আবালদের দেইখা!
এইটা আমার ব্লগ,আমি দিনে যতটা ইচ্ছা পোস্ট দিমু,ভাল না লাগলে সবিনয়ে এড়িয়ে যাবেন। আর ব্লগে এসে ভিক্ষাবৃত্তি বাদ দেয়া যায়না?এটা ব্লগ,ভিক্ষার জায়গা না!
যার ব্লগ ভালোলাগবে অবশ্য তার ব্লগই পড়ব।ম্যা-ম্যা না কইরা কাইটা পরেন।

২| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:০৭

নাসরীন খান বলেছেন: ভাল লাগল।

২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।

৩| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:০৯

মাঝ আকাশে শিশুর জন্ম বলেছেন: ভাইয়ু!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

কেন মুগ্ধ জানিনা!!!!!!!!

:(

২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মুগ্ধ হইছেন এটাই অনেক।ধন্যবাদ!

৪| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:


একদিন সাঙ্গ হবে,
বেলা আর লীলা;
অভিযোগ বাসী হবে,
অভিমান শিলা!
-- ই্হা কি ছিল ভাই?

২০ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: এমনই তো হবার কথা ,সময় গড়াতে থাকলে!
ধন্যবাদ ভ্রমরের ডানা ভাই।

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬

মোসতাকিম রাহী বলেছেন: ভালো লাগলো।
আরো লিখুন।
...
কিছু কথা:
কম সময়ের ব্যবধানে বারবার পোস্ট দিলে ভালো লেখাগুলো দ্রুত নিচে চলে যায়। আপনি যেমন চাইবেন আপনার লেখা অন্যেরা পড়ুক, ঠিক তেমনি অন্যরাও চাইবে তাঁদের লেখা পঠিত হোক। এটা যেহেতু কমিউনিটি ব্লগ, আমরা সবাই মিলে একটা পরিবার; আরো বড় করে ভাবলে 'সমাজ'। তাই নিজের মর্জি মাফিক চলার সুযোগ এখানে কম। অবশ্য প্রথম পাতায় প্রকাশ না করে শুধু নিজের ওয়ালে রাখলে কারো কিছু বলার নেই।
'জুকারবার্গ' শালীন ভাষায় কথাগুলো বলতে পারতেন।

ভালো থাকুন।
ভালো লিখুন।
সবাইকে ভালো রাখুন

২০ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সহমত ভাই।কিন্তু অসভ্যতার একটা সীমা থাকা উচিত।আমরা বড়জোর কাউকে অনুরোধ করতে পারি,তার ব্লগে গিয়ে নিজের মূর্খতা জাহির করার মত স্পর্দা দেখাতে কত্তবড় মাপের ছ্যাঁচড়া হইতে হয় আ্মারও জানা নাই।
আমি ব্লগে আছি আজ তিন বছরেরও অধিক সময়,বেশির ভাগ সময়ই পড়েই কাটিয়ে দিই,লেখার সংখ্যা খুবই কম!গত কয়েকদিনও কিছুই লিখিনি,আজকে বোধয় তিনটা লেখা দিলাম,তাও কবিতা।
সাধারণত,কবিতা ছোট আকৃতির হয়,ওটাতে অন্য ব্লগারের সমস্যা হবার কথা না,আর যা ব্লগ পড়তে অভ্যস্ত তারা ভাল ব্লগগুলা যতই পুরানো হউক, খুঁজে খুঁজে পড়েন,যেটা আমি করি।
তবুও,কারো সমস্যা অবশ্যই কাম্য নয়,সেই চেষ্টা অব্যাহত থাকবে।ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.