নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

**দ্বিধা**

২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কিসে আমার ছিল নেশা!?
পাই না খুঁজে পথের দিশা,
ভুল পথে ঘুরছি নিরন্তর...
যা লুকানো মনে,
যা পুষেছি যতনে,
এত্ত ফারাক বাহির ভিতর!?



হিসেব কষেই যাচ্ছে সময়
ভুল অংকে মিল কভু হয়?
কাটছি- ছিড়ছি মনের খাতাখানি,
জীবনওতো কিছু খোঁজে
সব সওয়া যায়,দু'চোখ বুজে?
গড়ালে তা যায় কি বাধা জলের বাঁধন টানি!?

তেমন কোন চাওয়াই নাই
মিছে কষ্ট কেন নেব,ছাই!?
তাই বলে কি সুখটা ভুলে যাব?
মানুষগুলো হাজার রকম
স্বপ্ন ঘুড়ি উড়ায় কি কম!?
কারো হাতে নাটাই দিয়ে
আমি কি হারাব!??

যা চেয়েছি দ্বিধায় ভরে,
না খোয়াইনি,পাইনি তারে,
কানাগলির তবুও শেষ নাই...
জীবন যদি যুদ্ধ হত
করে দিতাম মাথা মত,
আর দুদন্ড সুখে বাঁচতে চাই!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া
ভাল লাগল

২০ শে জুন, ২০১৭ রাত ৯:০৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,আপু।
ভাল থাকবেন ।

২| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:১৮

নদীর মোহনা বলেছেন: বাক্যের সরলতা অসাধারন করে তুলেছে কবিতাটিকে।

ভাল লাগল। শুভেচ্ছা নিবেন।

২০ শে জুন, ২০১৭ রাত ৯:২৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,মন্তব্য অনুপ্রেরণা দেয়।
শুভ কামনা রইল আপনার জন্যও ।

৩| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা, ++++

শুভকামনা রইল কবি ভাইয়ের জন্য।

৪| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: নাঈম ভাই,আপনি আমার ব্লগে আত্নীয়ের মতই,সব লেখাতেই মন্তব্যের ঘরে আপনার নামটা খুঁজি,সত্যি বলছি!
অনেক ধন্যবাদ,সময় করে মন্তব্যের জন্য। ভাল থাকবেন,অনেক শুভকামনা রইল আপনার জন্যও ভাই।

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,সেলিম আনোয়ার ভাই।
ভাল থাকবেন।

৬| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:০০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন। আরেকটু মনোযোগ বাড়াতে হবে, শেষের দিকটা একটু অন্য রকম হয়ে গেছে।

পরবর্তী সময়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মতামত শিরোধার্য,
চেষ্টা থাকবে আরো ভাল করার ভাই।
ধন্যবাদ,মন্তব্যের জন্য। ভাল থাকেবন।

৭| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:২৬

বাংলার ডিলান বলেছেন: ভালো লাগল।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো লাগা রইল আপনার জন্যও।

৮| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:১৩

অর্ক বলেছেন: ভাল লাগলো, তবে একটু দুর্বোধ্য, আরেকটু গুছিয়ে লেখা যেত হয়তো! পরামর্শ নয় মত। শুভকামনা রইলো।

২১ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা,অর্ক ভাই,পরামর্শ নিতেই পারি,আমি বিখ্যাত কেহ নই,আর শেখারও কোন শেষ নেই। চেষ্টা থাকবে আরেকটু গুছিয়ে লেখার। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৯| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: শব্দের ব্যবহার এই সময়ের হলে আরো ভাল লাগত। শব্দকে ভাঙতে হবে।

কবিতাটি কি আর একবার লিখবেন?

শুভকামনা রইল।

২১ শে জুন, ২০১৭ রাত ১২:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বিজন রয় ভাই,চেষ্টা থাকবে আরো ভাল লিখার,আপনাদের মন্তব্য সেটা করতেই অনুপ্রাণিত করবে।
কবিতাটা আবার না লিখে,বোধয় সামনে যেগুলা লিখবো সেগুলা ভাল করার চেষ্টা করব ভাই।
ধন্যবাদ,মন্তব্যের জন্য।ভাল থাকবেন,ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.