নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সন্ধি-বিচ্ছেদ**

২১ শে জুন, ২০১৭ রাত ১:১১

দু’জন মিলে কোন একদিন,
বাবুই সেজেছি..
বুনেছি হৃদয়ের তৃণে ভালোবাসা!
একটা বেডরুম,আর একটা ডাইনিং;
পুরোটাই ভালোবাসায় ঠাঁসা।



আবেগের বৃষ্টিতে দু'জন ভিজেছি অনেক,
ভালোবাসার রৌদে তপ্ত করেছি দেহ-মন,
পূবালী বাতাসের দোলায় দুলেছি,
আর জোসনায় সেকি মাখামাখি অষ্টমি তিথিতে!
ভালোবাসা এত্ত উচ্চতায় গেলে ভয় কিসের বলো?!

কোন একদিন তবু,
চড়ুইয়ের পাল এসে ঘিরে ধরে,
দালানের স্বপ্নে বিভোর হয় তোমার মন!
এরপর যতটা দিন:
বৃষ্টিকে এসিড মনে হয়েছে,
রৌদকে জ্বলন্ত আগুন,
দখিনা বাতাসও ছেয়ে গেছে বেদনায়;
তফাৎ হারিয়েছে পূর্ণিমা কি অমাঁনিশা!

যাকে ভালোবাসা যায়,
অবিশ্বাসে তার মৃত্যু হয়,
এর চেয়ে ঢের ভালো:
তুমি সুখ খুঁজো,
ভালোবাসলে এক সাথেই থাকতে হবে এমন কোন কথা নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১:৩০

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১:৪৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,আপু।

৩| ২১ শে জুন, ২০১৭ রাত ২:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: হুম ভালোবাসলে একসাথে থাকতে হবে এমন কোন কথা নেই।

২১ শে জুন, ২০১৭ সকাল ৭:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সেটাই,শুধু এ পোড়া মনটা মানতে চায় না।
ধন্যবাদ,আপু। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.