নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ডায়েরী

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮

আমার আর কিছুই মনে নেই;
তোর হাতে হাত রেখে চলা রেল লাইন,
ক্যান্ডিতে খাওয়া ফুচকা,
সিরিষতলায় পাশাপাশি উষ্ণ রোমন্থন!

আমার আর কিছুই মনে নেই;
ডিঙ্গী নৌকায় কর্ণফুলীর ডেউয়ের সাথে খেলা,
পাহাড়ি টং-এ তোর সাথে খুঁনসুটির বেলা,
কিংবা শীতের রাতে শ্যামলীর হাতলহীন সিটে জড়োসড়ো দীর্ঘ দূরত্ব পার!



আমি ভুলে গেছি:
চারতলা ফ্ল্যাটে কি ভালবাসাই না ছিল!
কিংবা টিনশেড চার দেয়ালে,
আমার মাটির ঘর,কংক্রিটের স্তূপ,বাঁশের ফালির ছাদ
সবখানে তোর পিঠের কোমল পরশ!

আমি বারং বার ভুলে যেতে চাই তোর মতই...,
শুধু:
স্বাক্ষীরা সব জীবন্ত হয়ে উঠে মনের পর্দায়,
রেল লাইন কি মুছে যাবে?
না সিরিষতলায় আর কোন দিনের আলো গড়াবে না?!
কর্ণফুলীর স্রোত কি মরে যাবে?
পাহাড়ি টংগুলা ফিনিক্স পাখির মতই রূপ নিয়ে জন্মাবে আজন্মকাল!
শ্যামলীর হাতলহীন সিটে হয়তো হাত রেখে দূরত্ব ঘোচাবে অন্যকেউ!


শীত আবারও নামবে কাপ্তাইয়ের পাহাড়ি পথে,
কুমিল্লার আকাশে সূর্য অস্ত যাবে সেদিনের মতই,
সবকিছু এ মন ধরে রাখে না,
সবকিছু এ মন ভুলেও না:
যদি পারতাম স্বাক্ষীগুলা নিরবে মুছে দিতে!
------
স্মৃতির ডায়েরী (সম্ভব্য প্রকাশিতব্য কাব্যগ্রন্থ)
শাহেদ শাহরিয়ার-২৯-০৬-২০১৭ইং।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৫

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগলো ।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,
ব্লগ মাস্টার ভাই।

২| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,
কাজী ফাতেমা ছবি আপু।

৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

ঋতো আহমেদ বলেছেন: ভুলে গেছি ভুলে গেছি করে ত সবকিছুই বলে দিলেন!? ;)

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা..আমি বলিনি,স্বাক্ষীরা বলে দেয় ভাই।
অনেক ধন্যবাদ,ভাই।ভাল থাকবেন।

৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০১

az-habib বলেছেন: nice

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই,az-habib

৫| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অানেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই্। ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.