নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

একলা শালিক!

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৫৮

................................
একটা শালিকও একলা নেই;
একটা প্রজাপতি কিংবা ঝিঁঝিঁ পোকা!

জ্যান্থোফিল বসন্ত দিয়ে যায় ফুলে ফুলে,
আর বসন্ত লুকোচুরি খেলে,
বেলা বেড়ে যায় অবেলায়,
মেঘের রং করা চুলের ভাজে,ধূসর রং গজায়!

কৃষ্ণচূড়ার রং এখনো লাল,
তাই বলে,ওটা সাদা- কালো চুলে মানায়!?
না,চামড়ায় ভাঁজ পরা হাতে!?
হয়তো বা মানায়,তবে টিউলিপের দেশে,

এখানে সব পোড়া: মানুষ,মন,সময়!

তাই,
মানুষগুলা এখানে একলা ত্রিশ বসন্তেও,
না মানুষ শালিক হয়,না ঝিঁঝিঁ পোকা;
একলাই পুরে ছাই হয়,
ওড়ে যায় সবটুকু বসন্ত পেছনে ফেলে...!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯

ওমেরা বলেছেন: কি জানি কিছু বুঝি না । মাঝে মাঝে মনে আমার কি এখনো কবিতা বুঝার বয়স হয় নাকি বেশী বুড়ো হয়ে গিয়েছি !!

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বয়সের ওপর দোষ চাপিয়ে নিজে পার পেতে চাইছেন....?!হাহাহা,
বুঝবেন,একটু গভীর করে ভাবেন!
অনেকদিন পর দেখলাম,ভাল লাগল,ভাল থাকবেন সবসময়!

২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা একলা শালিক +++

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: নয়ন ভাই,সবসময়ের মতই অনুপ্রাণিত হলাম।
অনেক ভাল থাকুন সবসময়।

৩| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন। একদম বাস্তবিক ছোয়া। +++++

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ধ্রুবক আলো,বাস্তবতাই ফুটিয়ে তুলতে চেয়েছি;কতটুকু পেরেছি জানি না।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য্ । ভাল থাকবেন সবসময়।

৪| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার লিখেছেন! সত্যকথন!

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,ভ্রমরের ডানা।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.