নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

প্রেমের দুঃসময়!

০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:০৪

বুকের ভেতর চাপা কথা,
যেন পাথর চাপা হলদে ঘাস:
বলতে চেয়েও পারিনিতো,
তোর বুকেতেই আমার বাস!



চোখের কোণে সাগর দোলে,
মনের দ্বীপে ঝড়!
বারং বারই ভেঙ্গে গেছে ,
স্বপ্নে বাঁধা ঘর!

ডাহুকি মন ডুবে-ভাসে,
তোর ভয়েতেই আঁড়ালে,
দেখে ডাকিস নাকি রাগিস!
ভুলে দু'হাত বাড়ালে।

মেঘ হয়েছে মনের আকাশ,
তোর উঠোনেই ঝরে,
হাত দিয়ে ছুঁস যদি কভু,
আমায় আপন করে!

এতো ভীষন তোরে যে চাই,
মন খুঁজে যায় কত্ত উপায়,
তুই যদি বুঝতিরে একবার!?

মান-অভিমান যতই ভারী,
ভালোবাসা যায় না হারি,
মন ফিরালে ফিরে আসে শত-হাজার বার!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর করে কবিতাটি সাজিয়েছেন। অনেক ভাল লাগল! শুভকামনা!

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,ভ্রমরের ডানা,
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.