নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সিলিকন ভালোবাসা!

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

একটা ভালোবাসা খুঁজছি,
জৈবিক তাড়নায় নয়,
ওটা পশুদেরও হিংস্র করে!

ভালোবাসা খুঁজছি:
যে আমার অতৃপ্ত মনের কথা গুলা
খুব ধৈর্য নিয়ে শুনবে,
আমি কাঁদলে,যে হাসবে না,
অকারণ অভিমানে রাগবে না,
ভুল কোন অভিযোগে আমার হাত ছাড়বে না।

আমি যা,তাতেই সে তৃপ্ত হবে,
অভিলাষের দৌঁড়ে যে ছুটবে না,
কেউ তার কানে আর মনে বিষ ঢালবে না!
আমায় ভালোবেসে,যে কভু জ্বলবে না!!



ওর সাথে পূর্ণিমার জোসনা আর বর্ষার মেঘ দু'টোই ভাগ করে নেব,
অফিস শেষে ঘামে ভেজা মুখ গুঁজে দেব ওর বুকে,
খাট টা ও মাপেই বানাব-
যাতে জড়োসড়ো হয়ে থাকি দু'জন!
গভীর রাতে জেগে বুঁদ হয়ে তাকাব ওর মুখে!
অনুভবে ছুঁয়ে যাবে-
"আহ্ কি নিষ্পাপ মুখ!"

জানি,
এ ভাসনা পূরণ হবার নয়,
"ওয়েস্ট ল্যান্ডে" দাঁড়িয়ে মানুষের কাছে এ স্বপ্ন নিরর্থক!

ইস্!
যদি কেউ এমন সিলিকনের পুতুল হয়ে যেত!!
অনুভূতি ভোঁতা হোক,
তবুওতো শুনাতে পারতাম,ভালবাসাটা কি!
আলোহীন হোক দু'চোখ,
তবুওতো দেখাতে পারতাম,ভালবাসার অজস্র রং!
ভাষাহীন হোক যতই,
তবুওতো বুঝে নিতাম,সে আমায় কি বলতে চায়!
দেহ যতই অসাড় হোক,
তবুওতো নিজেরে বুঝাতাম : সে আমারই অপেক্ষায় আছে!


একটা ভালোবাসা খুঁজছি,
সিলিকন ভালোবাসা!


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ওমেরা বলেছেন: দোকানে কত্ত পুতুল আছে একটা কিনে নিয়ে আসেন ।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা...রেগে বল্লেন!?
তবুও ভাল,
ভালোবাসা কিনেতো পাব?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.