নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় খুঁত নেই!

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭

আমার কোনই ভাষা নেই,
মনে লুকানো আশা নেই,
যা ছিল তা,তোমার করেই দিলাম..
কি পেয়েছি,পাইনি;
জানতে কভুও চাও নি,
ছেড়ে যাবার কষ্টটাও বুকে ধরে নিলাম!

কত ডোল হয় দাঁতের ব্যাথায়?
বুকের ব্যাথা মাপা কি যায়,
সমস্তটা জুড়েই আছে তোমার পিছুটান!
অাফিমের কি নেশা ভীষন,
ছাড়তে চায় না নেশাতুর মন,
অঘোড় নেশায় নিচ্ছে টেনে তোমার চোখের বান!



কত্ত বছরে হয় যাব্বজীবন?
ফাঁসির দন্ড নামে কখন??
ফেরারি হয় অপরাধী কিসের এমন ভয়ে!?
চন্ডীদাসের বার বছর,
আনার কলির নিরব কবর!
জীবন-যৌবন সব ফেরারি যাতনা তার সয়ে!

ঘৃণা কি আর জমে মনে,
যে মন ভালোবাসতে জানে?
তুচ্ছ করে পৃথীবির সব বাকী কোলাহল...
আদম আর ঈভের টানে,
আজ এখানে সন্ধ্যা নামে,
ভালোবাসা 'ভালোবাসাই',যতই থাকুক ছল।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু বানানে ভুল আছে।ঠিক করে নিয়েন। কবিতা ভাল লাগল!

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অবশ্যই ভাই,জানা থাকলে হয়তো ভুল হতো না।
ধন্যবাদ,ভাল থাকবেন,ভ্রমরের ডানা ভাই।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক অালো ভাই। শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.