নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত প্রতীক্ষা!

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

আমি কখনোই ভাবিনি বসন্তরা এভাবে নামে,
প্রকৃতি আর মানুষের মনে,
কৃষ্ণচূড়ার রং এমনে প্রথম আগুন ধরালো,
সিরিষতলায় 'কোন একদিন তোমার সনে!

আমি বর্ণান্ধ!
তফাৎ বুঝিনি সবুজ আর নীলের,
তোমার হাতের কাঁকন,কপালের টিপ,
জলেরও কি তফাৎ হয়,
কর্ণফুলি কিংবা বিলের?



আমার অভিলাষ ডিঙ্গায় নি ক্রংক্রিটের দেয়াল,
চড়েনি কল্পনা মার্সিডিজে..
তোমার স্বপ্ন ডানায় উড়েছে আমার স্বপন,
বুঝেছি মাটির সয়ন আর ফোমে তফাৎ কিযে!?


এতটা দিন একসাথে থেকে বুঝেছি,
তোমায় ছাড়া চলা; কঠিন বাকিটা পথ '!
তুমিও কি বুঝে গেছো,
আমার সাথে তোমার আগামি: কতটাযে 'অনিরাপদ'!?


অনামিকায় পরেছো কি সোনা কিংবা রূপোর শিকল,
ইচ্ছে -অনিচ্ছায়?
যদি মন টানে ফিরে এসো্,
আমি আজো তোমার অপেক্ষায়!

নাকি বাঁধা পরে গেছো ওগো,
'তিন শব্দে'র বেঁড়াজালে?
তুমি ছাড়া এ হৃদয়ের দ্বার,'
কেহ খুলেনিতো কোনো কালে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

তালুকদার সাব বলেছেন: ভালো লাগলো ।

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,তালুকদার সাব ভাই।
ভালো লাগা আপনার জন্যও।

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

মোঃ কবির হোসেন বলেছেন: বাহ কবিতাটি ভালো লেগেছে।

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মোঃ কবির হোসেন। অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন সবসময়।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে +

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই। প্লাসে অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন সবসময় ভাই।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

কানিজ রিনা বলেছেন: আপনার কবিতার আকুতি তিন শন্দের বেড়া
জাল সেত কাগজের পাতা। আকাশ ভেদ করে
আরশ কাঁপা মাত্র একটি পাতা। ক্ষমতা রাখে
জনে জনে লোকে লোকে পাহাড়া দেওয়ার
নজর। সে শব্দ কানের তালা বাজতে থাকে।
জীবনের শেষ অবধি। চোখে পানি নামল কেন
আপনার লেখার পরিধিতে। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: যার ব্যথা পাহাড় সমান,তার বুকে ঝরণা লুকানো থাকবেই,আর ঝর্ণা মানেই জলের ফোয়ারা..সেতো চোখের কোণা বেয়ে বইবেই।যখন খুব করে কষ্ট হয়,কাঁদি হাঊ-মাঊ করে কাঁদি,মন শান্ত হয়।
ব্যাথিতের ব্যথা অন্য কেউ বুঝে না। এ সময় কেউ ভালো থাকার কথা বলে না,
তবুও বলি,ভাল থাকুন সবসময়!
অনেক ধন্যবাদ,এমন আবেগ মাখা অথচ বাস্তবিক মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.