নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

লাজ!

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৪১

অপরাজিতা!
তোমার চোখে চোখ রেখে আমি প্রথম বেহায়া হয়েছি,
চূরমার করে ভেঙ্গে বেরিয়েছে কোটায় বন্দী লাজ!
মনে আছে?
আমি নিচু স্বরে বলতাম ''তোমার ও চোখে তাকানো যায়না!"
কেন?কেন??
-তোমার চোখে ভরা আগুন,আমি ঝলসে যাই!
মোম কতই না ধীরে গলে,
আমার ইস্পাত লাজ বাষ্প হয়ে যায় ক্ষণিকেই!



বিশ্বাস করো অপরাজিতা!
মাঘের কোনো ভোরেও আমি আগুন সেঁকিনি,
রৌদের কাছে মিনতি করিনি,একটু উষ্ণতার জন্য!
আজ চৈত্রের খরা তাপেও:
তোমার উষ্ণতা খুঁজে বেহায়া মন!
খাঁ-খাঁ রৌদ্দুরে থেকেও মনে হয়,
আমি উত্তর মেরুর হিমে জমে যাই তুমি হীন!

তুমিওতো লাজুক ছিলে কমবেশ,
অক্সিজেনের মতই নিজে জ্বলতে,আমাকেও জ্বালাতে ভিষণ,
হঠাৎ কি এমোন বিক্রিয়ায়:
তুমি পরিবর্তিত হলে?!
জানতেও দিলে না,বুঝতেও দিলে না;
তোমার হৃদয়ে কি এমোন মিশে গেছে হঠাৎ,

কি এমোন যেটা শুধুই জ্বালায় আমায়??


তোমার সম্মূখে কোনই বণিতা নেই আমার,
লাজ নেই,লজ্জা নেই,
হিংস্রতা নেই আবার অস্পৃর্শতাও নেই!
কারণ: তুমিতো একান্তই আমার।

কিন্তু,তোমার বেলায় অপরাজিতা ?
আর কারো চোখের ভাষা বুঝার কথাতো তোমার নয়;
আর কারো হাতে হাত রাখার কথাতো তোমার নয়,
তুমিও কি ছুড়ে ফেলে দিয়েছো লাজ?
বেহায়া হয়ে গেছো,আমার মতই?!

কর্ণফুলির মোহনায় যখন জোয়ার ওঠেছিল,
আমি তোমার সাথেই ছিলাম,
কথা ছিল,ভাটায়ও একসাথেই থাকবো!
পড়ন্ত বিকেলের 'লাজটুকু' আমার জন্য তুলে রাখতে পারলে না?!






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.