নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ যদি হারাই!

১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

হঠাৎ করে হারিয়ে গেলে
রাখবে কিগো মনে?!
বুকের ভিতর চেনা ময়না,
ডাকবে কি গোপনে?



কেউ একজন হয়তো ছিল,
তখন কি আর ভাববে?
হাত খুঁজতে হাত বাড়িয়ে,
চুপিসারে কাঁদবে??

মুখটা হয়তো বিলীন হবে,
হাজার মুখের ভিঁড়ে,
কভু কি আর জাগবে মনে,
ফিরবে যখন নীঁড়ে?!

কল্পকথা কভু যদি
সত্যি হয়ে যায়!
গল্প করে বলবে কিগো,
গল্পেরই আড্ডায়?!


'কেউ একজন ছিল আমার',
হয়তো বা কেউ ছিল,
বুকের খাঁচায় রাখিনি তাই,
আকাশে উড়াল দিল!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: হঠাৎ করে হারিয়ে গেলে
রাখবে কিগো মনে?!
বুকের ভিতর চেনা ময়না,
ডাকবে কি গোপনে?


এর উত্তর কি কখনো পাওয়া যাবে ?


কবিতা সুন্দর হয়েছে +++

২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: :(( মনে হয় এটা কখনোই পা্ওয়া যাবে না ভাই....এই ভেবে আমার ও কষ্ট হয়!
অনেক ধন্যবাদ ভাই!

৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা।

৪| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,
মোস্তফা সোহেল,ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.