নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভোগ!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

তুমি আমায় অতি তুচ্ছ করো,
আবার কভু দেবতাজ্ঞানে ফুল দাও চরণে,
তুমি আমায় মন থেকে দাও মুছে,
আবার কভু লুকাও মনের গহীণে!



সাধ হলে পোড়াও কভু ,
দু’চোখের দহনে’
আবার কভু জল করে নাও,
ব্যাথা এলে মনে!

হাতের কাঁকন কখনো করো,
একলা হয়ে এলে,
ভাঙ্গো আবার কাঁচের মতই,
রঙ পুরিয়ে গেলে!

উদাসী হলে কখনো আমায়
সুর করে নাও মুখে,
কেটে গেলে উদাস বেলা,
বিষ ফলাও এ বুকে!

সময় তোমার নিথর হলে
আমায় করো স্রোত,
আমার ঢেউয়ে আমায় ভাঙ্গো,
এ তোমার উৎসব!

নিশিতে হৃদয় আঁধারে ঢাকলে,
আমায় করো আলো,
আমার আলোর আলেয়াতেও,
লাগেনি আমায় ভালো!

যখন যেভাবে,যেথা চেয়েছো,
পেয়েছো চাওয়ার আগে,
আমিতো বলিনি:
ভালোবাসতে এত্ত কষ্ট কেনো লাগে?!


যত সাধ হয় কাঁদাও হাসাও,
নেই কোন অভিযোগ,
শুধু বলো না:
ভালোবাসা মানে,স্বার্থটাকে ‘ভোগ’!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা ++++

২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই,
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন সবসময়।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর কবিতা। +++++

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,শূন্যনীড়।
ভাল থাকবেন সবসময়!

৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো ভাই কবিতা +++++

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আরিফ শাহরিয়ার জয়। আপনি তো আমার কিঞ্চিৎ মিতা হন...!
ভাল থাকবেন সবসময় ভাই।

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,ধ্রুবক আলো ভাই,
সবসময়ের মতই অনুপ্রাণিত হলাম ।
ভাল থাকবেন সবসময় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.