নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতি দিন!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

তোমার আমার কুঁড়ি-পঁচিশ,
বন্দী ছিল কিছু দিন,
ওড়ে গেছে মুক্ত হয়ে;
প্রজাপতি দিন আজো রঙ্গীন!



সিআরবি আর সমুদ্রতট,
ডিসি হিলের ভর দুপুর,
কাপ্তাই লেক,কর্ণফুলি,
দিন গুলা কি নয় মধুর!?

সানমারের ঐ ফুড কর্ণার,
দুই কামরার ছোট্ট ঘর,
উদর ফুর্তি হোক বা না হোক,
মনটা ছিল জরােজর!

শেষ বিকেলের এক্সাম হল,
বৃষ্টি-স্নাত মুখ গুলো,
কেমন যেন যাচ্ছে ধুয়ে-
কালের ক্লান্তি,সুখ গুলো!

স্বপ্ন সিঁড়ির সাধ ছিল না,
বাধ ছিল না স্বার্থের,
জাত-পাতের বাছ ছিলনা,
ভয় ছিল আর্তের!

এখন যেন কেমন করে,
দেয়াল উঠে গেছে,
ভুলেই যেতে নেই সংকোচ,
কে দূরের আর কাছে!?

বন্ধনটা হয়রে ফিঁকে,
স্বার্থ যেথায় রয়যে টিকে,
ভালোবাসা কেঁদেই হেরে যায়!

মানুষগুলো ক্ষনে-ক্ষনে,
বদলায় রং মনে মনে,
তবুও কি যায় সে ভুলা দিন?
থেকেতো যায় স্মৃতিরই পাতায়!



মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রজাপতি দিন আজো রঙ্গীন!
আরো হোক রঙ্গীন B-)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাই রঙ ফিকে হয়ে গেছে...স্বার্থ ঠাঁই পেয়েছে তাই।এখানে আর কেউ কাউকে খুব একটা চিনে না।
তবুও আশা রাখি,মানুষ তো আশায়ই বাঁচে।
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৩

ওমেরা বলেছেন: ছবি গুলো কি আপনাদের , হলে আপনি কোনটা ?

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আমাদের ই ছবি,
অনেক আগের,আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার তখনকার ছবি,আমার গ্রামের বাড়িতে সবাই গিয়েছিল,ওখানেই তোলা।
হাহাহা,আমি খুঁজে বের করেন তো!

৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
এটা কবিতার চাইতে আমার বাস্তবিক আবেগের বাস্তব ফসল ও বলতে পারেন।
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো ভাই কবিতা ++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: এটা কবিতার চাইতে আমার বাস্তবিক আবেগের বাস্তব ফসল ও বলতে পারেন।
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়.

৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। ছবিটিও সুন্দর হয়েছে।

শুভকামনা জানবেন সবসময়।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
হাহাহা..ছবিগুলা আমাদেরই অংশ ভাই।
শুভ কামনা আপনার জন্যও ভাই।

৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

ওমেরা বলেছেন: আপনার সম্পর্কে আমার কোন ধারনাই নাই , ধারনা করব কি ভাবে তবু মনে মনে একটা ভেবেছি সেটা আপনি বলার পর বলব ।

৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা....এখানে দোষের কিছু আমি দেখি না ভাই,আমরা সবাই প্রাপ্ত বয়স্ক। এক জন অন্যজন সম্পর্কে জানতেই পারি।জানাটা খারাপ না,এটাকে খারাপ কাজে ব্যবহারটাই খারাপ ।
জানার মাধ্যমে ভাল কিছু হোক।আর আমি মানুষ হিসাবে আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারি যে আমার লুকানোর মত কিছু নেই।
আশা করি ব্যাপারটা বুঝবেন ।

৮| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা...ভাই আপনার দু'জনেই থামেন।আমরা প্রত্যেকই নিজের বিবেকের কাছে দায়বদ্ধ,নিজেই ভাল জানি যা করছি তার কোনটা ঠিক কোনটা বেঠিক।
শাহরিয়ার ভাই এবং ওমেরা আপু,আমরা ব্লগে লেখার সুবাদে ব্লগার,তার ঊব্ধেও আমাদের পরিচয় আছে।যাহোক,রসিকতায় অনেক কিছুই আসে সেটা যাতে অশ্লীতলার দেয়াল না টপকায় আমরা সেদিকটায় খেয়াল রাখলেই হলো।
অনেক ধন্যবাদ আপনাদের।

৯| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

শূন্যনীড় বলেছেন: দারুণ বলেছেন ও ভাই। মুগ্ধতা রইল কবিতায় +++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ শূন্যনীড় ভাই। মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন সবসময় ভাই।

১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। অনেক দিন পর দেখলাম,হয়তো আমিই অতটা সময় দিই না।
দেখে ভাল লাগল। অনেক অনেক ভাল থাকবেন।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৪

অর্ক বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা ও স্মৃতিচারণ। ছবিগুলোও সুন্দর। আমারও কৌতূহল জেগেছিল দেখে যে কোনটা আপনি? কিন্তু প্রশ্ন করা হয়নি। আমার ঠিক কমেন্ট করার অভ্যাস খুব কম।
আচ্ছা এই শাহরিয়ার কবীর লোকটা কোন ওশ্ব বা! ওর অশালীন, আক্রমণাত্বক কমেন্টগুলো পড়লাম! শ্লা একটা মস্তিষ্ক বিকৃত উন্মাদ। এভাবে ওর তেলেবেগুনে জ্বলার মতো কিছুই তো দেখছি না পোস্টে। ওমেরা তো ব্যক্তিগত কিছুই জিজ্ঞেস করেনি। শুধু সাধারণ ছবি সম্পর্কিত মজার দুয়েকটা কথা।
এই ইতর লোকটা ব্লগার শায়মার এক পোস্টে কমেন্ট করেছিল, 'তোমার কতোগুলো বেবি?' সারাদিন ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেয়। ব্লগার ওমেরার কাছে পাত্তা না পেয়ে ওর ওপর আক্রমণাত্মক হয়ে উঠেছে।
আপনি যথার্থই বলেছেন "আমরা প্রত্যেকই নিজের বিবেকের কাছে দায়বদ্ধ,নিজেই ভাল জানি যা করছি তার কোনটা ঠিক কোনটা বেঠিক।
শাহরিয়ার ভাই এবং ওমেরা আপু,আমরা ব্লগে লেখার সুবাদে ব্লগার,তার ঊব্ধেও আমাদের পরিচয় আছে।যাহোক,রসিকতায় অনেক কিছুই আসে সেটা যাতে অশ্লীতলার দেয়াল না টপকায় আমরা সেদিকটায় খেয়াল রাখলেই হলো।
অনেক ধন্যবাদ আপনাদের"। এড়িয়ে যাবেন না সোচ্চার হোন ওই কুৎসিত মানসিকতার একটা ইতরের বিরুদ্ধে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অর্ক ভাই,সহমত।
ভাইরে আমিও একটা জিনিস বুঝি না,মানুষের ভিতর এত্ত ঘৃণা আসে কোত্তেকে?!কেন আমরা অন্যের শালীন বিষয়গুলাও সহ্য করতে পারি না,বুঝি না। আর ব্লগার হিসেবে আমার ভয় পাবার কিছুই নেই,মাথার কাটা যাবার ভয়ও আমি পাই না। কারণ,আমি কারও মাথা ব্যাথার কারন নয়।
কারো সম্পর্কে ব্যক্তিগত ভাবে জানার ইচ্ছে আমাদের থাকতেই পারে,সম্পর্কে আমাদের এত্ত ভয় কিসের?ওমেরা আমাকে চিনেন না,তবে আমাকে চিনাতে দোষ কি?এরপর যদি আমাদের ভাল সম্পর্কও হয় তাতেইবা অন্যের ক্ষতি কি?!
এগুলা আমার মাথায় আসে না,ভাই।
ব্যক্তিগত ভাবে আমি সবার মতামতকে শ্রদ্ধা করি,আমার বিরুদ্ধ মতবাদকেও,ওটারও একটা যুক্তি থাকতে পারে,তাই বলে তাকে থামিয়ে দেবার মত নিকৃষ্টতা আমি দেখাব না ।যাদের পরিচয় লুকানোর অভ্যাস আছে বুঝতে হবে:তারা হয় নিজেকে প্রকাশ করতে ভয় পায় নয়তো বা বিবেকের কাঠগড়ায় দোষী।
আমার ব্লগে এর আগেও দু'একজন খারাপ মন্তব্য করেছে,আমি বিনয়ের সাথে বলেছি শালীনতা বজায় রাখতে,কারণ ব্যবহারটা বংশের পরিচয় বহন না করুক অনেক কিছুই প্রকাশ করে দেয়।
অনেক ধন্যবাদ অর্ক ভাই।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: অর্ক ওমরো যে একজন কপিবাজ তার পোষ্টে গিয়ে দেখুন !! ভালো করে তার লেখাগুলো গুগুলে সাচ দিয়ে দেখুন ! তাকে যে প্রশ্ন করেছিলাম, তার উত্তর পেয়ে গেছি !!! আপনিও অনেক বলেছেন, সরি ভাই ।।

শাহেদ শাহরিয়ার জয় ভাই আপনার কাছে অনুরোধ করবো , ৭, ৮ ,১১ মন্তব্যগুলো ডিলিট করে দিবেন !!!
বিদায় সামু ব্লগ,
ভালো থাকুন সবাই....

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৯

কল্লোল পথিক বলেছেন:

বেশ!বেশ!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ/অনেক অনেক ভাল থাকবেন।

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ভাল লাগল পড়ে

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকবেন।

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না, সে-ই যে আমার নানান রঙের দিনগুলি!

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সেটাই ভাই,স্মৃতিগুলা রোমন্থন করেই এখন বাঁচতে হয়।
অনেক অনেক ভাল থাকবেন।

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
ভাল থাকবেন সবসময়।

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: তবুও কি যায় সে ভুলা দিন?
থেকেতো যায় স্মৃতিরই পাতায়!

না, সেদিন ভুলা যায় না!

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,সেদিন ভুলা যায় না!
অনেক ধন্যবাদ//ভাল থাকবেন সবসময়।

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

মিঃ মটু বলেছেন: সুন্দর কবিতা +++++

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম মিঃ মটু!
ভাল থাকবেন,সবসময়।

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯

মিঃ পাতলু বলেছেন: সুন্দর কবিতা দিছেন ভাই, ভালো লাগলো ++++

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,মিঃপাতলু////
প্রিয় কার্টুনের উপস্থিতি বাড়তি আনন্দ দিল।

২০| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

ড.ঝঁটকা বলেছেন: ভালা লাগলো কবিতা, কবিকে সাধুবাদ

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন:
অনেক ধন্যবাদ ড,ঝঁটকা,সবাইকে একসাথে পেয়ে আনন্দিত।
ভাল থাকবেন।

২১| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সিঙ্গাম স্যার বলেছেন: ভালো লাগলো কবিতা

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সিঙ্গাম স্যার,,,,কানুনকি কসম!আপনার আগমন আমাকে আরো লিখতে উৎসাহ যোগাবে।
অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.