নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আত্নার প্রেম!

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

ভাবিস না তুই আঁড়ালেতেই থাকি;
আমি তোর সব খবরই রাখি!



মনের দরজা বন্ধ কিসের ভুলে?
তবু কার জন্য,ও'দরজাটা খুলে??
ভাবিস না তুই ভুলে গেসি,
হয়তো মনের ভুলে!

এখন কেনরে কাজল দিস ঐ চোখে?
তাকায় কি বল,এখন অন্য লোকে??
ভুলে গেছিস?
বলেছিলাম-ফিরবো কল্পলোকে!

সিলিমপুুরের মোড়ে এখনো,
দাঁড়ায় আমার ছায়া,
নাম নাজানা সুগন্ধি তোর শুঁকেই
খোঁজে মায়া,
ভাবিস না তুই আমি নেই আর,
আমার নেইতো কায়া!

অফিসের ঐ দারোয়ান তোর নিত্যদিনই থাকে?
আমার মতো বল কে আছে?
চোখে-চোখে রাখে!
মৃতরাও ভালোবাসা সত্যি অাগলে থাকে!


তোর মনেতে মৃত আমি,
তোর পৃথিবী একা,
ভুলেও যদি ডাকিস কভু,
আবার দেবো দেখা!
আবার আমি নতুন রূপে ফিরবো তোরই ভবে,
ভালোবাসা পেলেই বুঝবি:
`কি ছিলাম তোর,কবে?!'



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৪

কানিজ রিনা বলেছেন: আপনার কবিতায় নিজের একটি অনুভূতি
রাখি।
চরনও ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও
সমাধী পাড়ে। নজরুল
কবিতা ভাল লাগল ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,অনেক ধন্যবাদ।কানিজ রিনা আপু,প্রত্যেক মানুষের গোপন কিছু ব্যথা আছে যেটা কাউকে বলা যায় না,দেখানো যায় না।সেগুলা হয়তো কবিতা হয়ে যায়!
ভাল থাকবেন আপু।

২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই, মুগ্ধ হইলাম কবিতার ভাবে

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে আমিও মুগ্ধ হইলাম ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.