নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

জল রঙ বসন্ত!

২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪১


///////////////////////
অপেক্ষায় বেলা বাড়ে,
ঘড়ির কাটা সহস্রক্রোশ ঘুরেও বৃদ্ধ হয় না,
সূর্যটা দিক হারায় না বলে বুঝানো যায় না,গত হওয়া আর অনাগত দিনের তফাৎ!
আহ্নিকের চাকায় ভর করে বসন্ত এখানে আসে বার বার,


সময়ের ওপর অভিমান করে থাকা যায় না:তাই ডালহীন বৃক্ষটাতেও সবুজ নামে,
স্বর্ণলতাও ফুল ফুটায়,
মানুষ আর কোকিল উভয়ই গায়,
উভয়ইতো বর্ণচোরা!
এ বসন্তে লাল আচ্ছাদন তো ও বসন্তে হলদে,
এ বসন্তে রিকশা তো ও বসন্তে পাজেরো,
এ বসন্তে পরিচয়হীন কারো হাতে হাত তো ও বসন্তে সমঝোতার সঙ্গী!

জড়-জীবনের কোন মূল্য নেই এখানে,
বসন্ততো উপলক্ষ্য ছাড়া কিছু নয়;
মানুষগুলা চলতে হয় বলেই চলে,বলতে হয় বলেই বলে:
ভাল লাগার হাতটি ঝাপটে ধরে চলা হয় না,
মনের কথাগুলা আবেগে জড়িয়ে মন খুলে বলা হয় না,
বসন্ত নামলে এখানে :
ভাল লাগার হাতটি কল্পনায় ছোঁয়া যায় সমঝোতার হাত ধরে!
কিছু কথা অভিনয় করে হলেও বলা যায়!!

আর সহস্র রঙের আচ্ছাদন ফাঁকি দিয়ে,
কালো এক জোড়া চোখ খুঁজতে গিয়ে,জলহীন চোখেও কাঁদা যায়!

বসন্ত এখানে বার বার আসে:
মানুষগুলোকে জড় হওয়া থেকে বাঁচাতে,
কোন একদিন মানুষ ভালবেসেছিল জানাতে,
আর জলহীন চোখের জলে বসন্ত ধুয়ে দিয়ে নতুন বসন্তের অপেক্ষায় বাঁচতে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৮

এম আর তালুকদার বলেছেন: কলির কাল চলছে দাদা, এখন প৾তিনিয়ত বসন্ত বিরাজমান।শুধু একটু রাঙিয়ে সাজিয়ে নিতে পারলেই হল।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই সেটাই বলতে চেয়েছি,মনের কথাটি বলেছেন। অনেক ধন্যবাদ ভাই।

২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.