নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

মা এখনো কাঁদে

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০

আমার মা' এখনো কাঁদে;
ঐ যে পূবের ধূলো ভরা পথ,যে পথের ধূলো উড়ে-উড়ে হারিয়ে যায় অন্তরালে,
সে পথে কার পদ ধ্বনি থেমে গেছে কালে,
কে জানে?!

ঐ রাঙ্গা পলাশের ডাল,
লাল ফুল ফুটে আর ঝরে,
বসন্ত এলে মা এখনো ফুল কুঁড়িয়েই ডালিভরে।

ঐ যে আঊশ আর আমনের খোলা প্রান্তর,
মায়ের মন গুণে প্রতীক্ষার প্রহর,
পুলি-পায়েসের দু'টো বাটি স্থির পরে থাকে তাকের ওপর!

ঐ যে পুরানো সে জামার স্তূপ,
মা 'বসে আছে হাতে সুঁই-সূতো :নিশ্চুপ,
চোখ চষে বেড়ায়-বোতামহীন আছে কি কোন হুক?!

আমার মা' এখনো কাঁদে,
প্রতি ভোর-সন্ধ্যায় বাবার পথ চেয়ে,
তাঁর চোখে জল নেই,
আশা-নিরাশার মরিচা পরেছে হৃদয়ে;
তবু বিশ্বাস:
সে ফিরবেই,বাবা ফিরবেই!

মা' এখনো মালা গাঁথে,
যদি খুকি ফিরে,
তবে কি দিবে খোপাতে!?
পলাশ শুকোয়,মালা জমা হয় ডালিতে,
বসন্ত লুকোচুরি খেলে,
খুকি সেতো আর ফিরেনি বাড়িতে!

মা' এখনো ঊনুনে হাড়ি চড়ায়,
হৃদয়ে ধূয়া উড়ায়,
স্বযত্নে বাটে-পুলি পায়েসের বাটি,
ক্লান্ত খোকা,ফিরবে যে এক্ষুনি,
এটা-সেটা জোগাড়ের থামে কি খুঁনসুটি!?

ছেড়া শার্ট রিপু করা আছে,
প্রতি হুকে আটকানো বোতাম;
পায়েস-পুলির বাটি লুটোপুটি খায়,
শার্টের স্তূপে যেন শোকের মাতম!


আমার মা' এখনো কাঁদে;
এখনো পথ পানে চায়,
পলাশ কুঁড়ায়,
এখনো সেই পায়েস রাঁধে!





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

Al Rajbari বলেছেন: 'মা' শব্দটার মাঝে যেন একটা আলাদা সহমর্মিতা ও ভালবাসা লুকিয়ে-!!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই ,ঠিক তাই।অনেক ধন্যবাদ,ভাল থাকবেন।

২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফুটে নাকি ফোটে?

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: যদি ভুল হয় মাথা পেতেই নেব,টানা হেঁচড়ার কিছুই নাই।ভুল হইতেই পারে।চেষ্টা থাকবে ভুল না করার।
মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মোটামুটি লাগলো

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অাপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.