নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

মহাকালের যাত্রা!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

এখানে সসীম জীবনের মানুষগুলো
অসীমের পথে হাঁটে,
এখানে হাতে হাত ছুঁয়ে পাশা-পাশি চলা,
তবু একলা জীবন কাটে!



এখানে মনে মনে হয় স্বপ্ন বুনা ,
জনে জনে বাঁধে ঘর!
এখানে বাবুই স্বপ্ন ভিজে বরষায়,
ঘরে ঘরে যাযাবর!!

এখানে চোখে চোখে কত কথার খেলা,
মুখে মুখে বোবা ভাষা,
এখানে মনের ভাষা কেউ বুঝেনা,
পঁচে যায় ভালোবাসা!

এখানে কান্না হাসির রেল থামেনা,
থামে না সময়ের বুনা জাল;
শরতের মেঘ দাঁড়ায় না এখানে,
যেন ছুটে চলে 'মহাকাল'।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পছন্দ হইছে ++

শুধু পচে যায় ; ভালোবাসার সাথে এই টার্মটা যাচ্ছে না

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,..টার্মটা ব্যবহার করা হইছে ভালোবাসাটা কত্ত সতেজ একটা জিনিস সেটা বুঝানোর জন্য,যেটা অবহেলায় নষ্ট হয়ে যায়।ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: সুন্দর

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,.. ভাল থাকবেন।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:২২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,.. ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.