নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

না পাওয়ার অঙ্ক

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

আমার কি যেন কি নেই,
হাত হাতড়ে পা'টা খুঁজি
দু'চোখ বুজি,
আমার কি যেন কি নেই।



নিশ্বাসতো ঝরছে ভিষণ,
তাকেইতো বলে জীবন'
শুধু বুকের মধ্যে কাঁপন ধরায় যেটি
নাম দিয়েছে কেউ একজন হৃদয়' বলে সেটি!

আমার বুকের বামে কাঁপন ওঠে,
হৃদয় গাঙ্গে পদ্ম ফোটে,
ঝরে আবার হৃদয়েতেই গুঁজি!

আমি রোজ নিশিতে স্বপন দেখি ,
নাম দিয়েছে কে তার আঁখি'
জল রাখে তার এককোণে আর
অন্য কোণে রঙের মাখামাখি!

আমি আঁখির মালিক,
স্বপ্ন অলীক,
শুধু জল ডাঙ্গাটার মাঝি!


আমার কি যেন কি নেই:

দু'হাত রিক্ত,
জীবন তিক্ত
রঙের আঁখি ;রঙহীন সিক্ত!
হৃদয়েতে একলা ডাহুক ডাকে

প্রাণ খুঁজে যায় কাকে?!
হাতে যে হাত রাখে,
কি নামে তাকে' ডাকে?!
চোখে যে চোখ রাখে ,
কি নামে তাকে ডাকে?


ভালোবাসা' হয়তো তারই নাম;
লোকে বলে পাইনি আমি যাকে'!






মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩০

কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন। চালিয়ে যান।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাছের -মানুষ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন সবসময়।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা , চমৎকার লিখেছেন।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,মাহবুবুল আজাদ। আপনার জন্যও রইল অফুরন্ত ভালবাসা। ভাল থাকবেন সবসময়।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৬

মৌমুমু বলেছেন: লিখার মত ছবি সিলেকশনটাও চমৎকার।
ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অসংখ্যা ধন্যবাদ মৌমুমু আপু।আপনার জন্যও শুভকামনা থাকল। ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.