নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

তোমার রংধনু মন আমার নীল ভালোবাসা

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

কোন একদিন হয়তো বলেছিলে-
তোমার একটা কুঁড়ে ঘর হলেই চলবে;
যেখানে আমার বুকে মাথা রেখে কাটাবে অষ্টপ্রহর,



তোমার ডায়েটের অভ্যাস আছে,
তাই,দু'মুটো ভাত আর সিদ্ধ ডিমের চেয়ে বেশি কিছু লাগবে তোমার লাঞ্চে!
আকুতি ছিল:
শুধু খাবার পর যেন মুখটা আমিই মুছে দিই!

মধুচন্দ্রিমায় বিলেতে যাবার বায়না তোমার থাকবে না;
জােছনা রাতে যেন দীঘির পাড়ে তোমার হাত ধরেই জোছনা দেখি,
অমানিশায় যেন তোমার হাত শক্ত করে আঁকড়ে থাকি,

চৌচাকার কোন দামী গাড়ির অভিলাসও তোমার নেই;
শুধু যেন আকাশ মেঘলা হলে তোমায় নিয়ে হুড ফেলা রিকশায় ঘুরে আসি দূরে কোথাও,
সর্দির ভয়ে যেন না লুকায় ছাতার নিচে!

ছুটির দিনে ক্যান্ডেল লাইট ডিনারের আহ্লাদ তুমি করবে না জানি;
শুধু সময় পেলে বার্গউইচে ফুচকা খেতে যেন নিয়ে যাই,
ফিরার সময় যেন ক্যান্ডিতে কফির অফার করতে না ভুলি!

ঈদ কিংবা পার্বণে দামী শাড়ি অথবা গহণা পড়ার অভ্যেস তুমি ছেড়ে দিয়েছো জানি,
বেলি ফুল তোমার বড়ই পছন্দের:আমি যেন মালা এনে খোপায় গেঁথে দিই তোমার,
আর পিননের দাম যতই হোক;রঙ যেন একই হয় দু'জনার!


সময় বড় নিঠুর হয়গো প্রিয়তম!
মানুষেরও মনে গুন ধরে,
রঙ ঝরে;
যে বিশ্বাস আমি এ প্রকৃতিকে করিনি:বদলায় বলে,
সে বিশ্বাস তোমার কাছে জমা রেখেছি।

আজ তোমার হাজারো চাওয়া মুছনি হয়ে মুছে দেয়:
আমার 'পেন্সিল বিশ্বাস'
তোমার এখন বিশাল ড্রইয়িং,খোলা বারান্দা আর সাজানো বাগানওয়ালা বাড়ি চাই,
টয়োটা কিংবা এক্স কোরেলা ব্রান্ডের কোন গাড়ি চাই,
মধু চন্দ্রিমায় মালদ্বীপ কিংবা শ্যামদেশে রাত্রীযাপন চাই,
২২ ক্যারেটের সোনা,ডাইমণ্ডের রিং আর মুক্তার মালা চাই,
বেলী ফুল বেশ্যারাও পরে!
তোমার গোলাপ আর গন্ধরাজের মিশেলে মাথায় দেবার চাক্তি চাই!!

চাই,যত কিছু চাইবার আছে,
শুধু 'দরিদ্র ভালোবাসা' থেকে মুক্তি চাই,
আবেগের প্রলাপ থেকে স্বস্তি চাই,


যদি জানতাম তোমার এত্ত কিছু চাই,
বিশ্বাস করো: আমি মানুষ না হয়ে তোমার সবক'টা চাওয়া হয়েই জন্মাতাম আজন্মকাল!






মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই। অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাই সত্যি কথাগুলা কষ্ট নিয়ে বের হলেই কবিতা হয়ে যায়,আর কথাগুলা সব ইতিহাস!
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।

২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: বাস্তব চিত্র, কত ভালবাসা এভাবে হারিয়ে যায়, চাওয়া পাওয়ার ব্যবধানে ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই,কত ভালোবাসাই না হারায় প্রতিদিন এভাবে।অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: যদি জানতাম তোমার এত্ত কিছু চাই,
বিশ্বাস করো: আমি মানুষ না হয়ে তোমার সবক'টা চাওয়া হয়েই জন্মাতাম আজন্মকাল!

করুন কবিতা ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: জ্বী ভাই,কিছুটা করুণ বই কি!
অনেক অনেক ধন্যবাদ,অনেক দিন পর দেখলাম।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.