নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

তুই,অথবা বিকল্প তুই**

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

নতুন করে আবারও প্রেমে পড়বো:
তোর মতো সেও চোখে কাজলের লম্বা টান আঁকবে,
নখের মাথায় মেহেদীর লাল রঙ গাঢ় কালচে হবে;
কলারওয়ালা সেলেয়ার,থ্রি-কোয়ার্টার হাতা আর হাতের কয়েক গাছি কাঁকন তারও বাজবে!



সেও তোর মতো হাই-হিল পরবে না,
নূপুর দিতে ভুলবেনা,
রাগ কিংবা অভিমানে হাত ছাড়বে কিন্তুু পাশ ছাড়বে না!

সেও তোর মতই মুটি হবে,
সপ্তাহান্তে আমি নিয়ে মিশিনে তুলবো-ডায়েট ফাঁকি দেয় কিনা!,
তোর মতই ড্যাব-ড্যাবে নয়নে তাকাবে আমার মুখে:
আদৌ আদৌ ভাষায় কিছু বলতে গিয়েও থামবে,
আর অনেক কঠিন উষ্ণতায় আমায় আঁকড়ে ধরবে!


সব কিছু তোর মতই;
তোর মতই হবে অবিকল!
মস্তিষ্ক আর হৃদয়ে তোর সবি স্থির করা,
"নো ম্যাচিং,নো প্রেম!"
তোর মতো ছাড়া কারো সাথে প্রেমে পড়া যায় বল?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

মৌমুমু বলেছেন: ভালোবাসার মানুষের পরিপূরক কেবল সেই ভালোবাসার মানুষটাই হয়।
হাজার লোকের ভীড়ে থাকলেও চোখ আর মন শুধু তাকেই খুঁজে যায়!

সুন্দর লিখেছেন। দেখি আপনার লিখাটার Female version বের করা যায় কিনা। :)
ভালো থাকবেন ভাইয়া।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা,কোথায় ছিলেন এতদিন?!
ধন্যবাদ মন্তব্যের জন্য,Female version?okay carry on dear!

২| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

নিতাই পাল বলেছেন: একজন মানুষের ভালোবাসার মানুষ অনেক থাকে।কিন্তু মনেরমত জীবনসঙ্গী একজনই হওয়া চাই।
লেকখকে ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মনের কথাটিই বলেছেন নিতাই ভাই।তবে কি,ভালোবাসার মানুষ ছাড়া জীবনসঙ্গী কি হয় আদৌ?ভালোবাসার মানুষইতো মনেরমত';আপনি বোধয় সেটাই বুঝাতে চেয়েছেন।
অনেক ধন্যবাদ আপনাকে,ভাল থাকবেন সবসময়।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: নো ম্যাচিং , নো প্রেম।
:)

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,ভাই 'নো ম্যাচিং,নো প্রেম'';এখানে ম্যাচিং মানে শুধু অবয়ব না,মন ও মানসিকতার কথাও বুঝানো হয়েছে।অনেক ধন্যবাদ ভাই,আমার প্রতিবেশী।অনেক ভাল থাকবেন।

৪| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমিও সেটা বুঝেছিলাম । আপনি কি চিটাগাং থাকেন। কোন এলাকায় । একটা ইনফরমেশন জানার ছিল

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আমার বাড়ি চট্টগ্রাম,থাকা হয়না ওখানে ,রিজিকের সন্ধানে আছি কুমিল্লায়।বলতে পারেন,জানলে অবশ্যই জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.