নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২২

আমি হৃদয়ের অর্গ ঢেলে
করেছি স্বর্গ রচনা,
হেথায় তুমি প্রতিমা হবে-
বেসাতি চড়াবে সুখের।

আমি স্বপ্নের জাল বুনে করেছি
সাম্রাজ্য বিস্তার;
তুমি সম্রাজ্ঞী হবে:
আমি তোমার আজ্ঞাবহ!



আমি আমার হৃদয় হতে তাড়িয়ে দিয়েছি আমার যত ইতিহাস,
ছড়িয়েছি পুষ্প করে তোমার চরণ তলে,
আমি আমার মনে রাখিনি কিছুই,
যত রঙ,যত সুর সবটুকু রেখেছি তোমার করে।

এখন তুমি চাইলেই-
আমায় করতে পারো স্বর্গচ্যুত!
দিতে পারো রাজ্য হতে নিবার্সন!!

আমি স্বর্গের সুখ ছেড়ে দিতে রাজি:
আদম হয়ে,-ইভকে পাবার আশায়।
সিংহাস বির্সজন দিতে রাজি:
এডওয়ার্ড' হয়ে,
যদি পাই হৃদয়রাণীর মনাসোন!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৮

ওমেরা বলেছেন: পুরুষ মানুষকে কি এতটা নত হলে মানায় !!

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ওমেরা আপু,প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে আসছেন তাই।হাহাহা...নত হলে যদি ভালবাসারা বেঁচে থাকে,সম্পর্কগুলা বেঁচে যায়,তবে পুরুষ কেন, সব মানুষকেই এমোন সহস্রবার নত হওয়া উচিত বলে আমি মনে করি।
আমাদের একগুঁয়েমির কারণের দেশে এখনের ভাঙ্গনের হার শঙকিত হবার মতই!
ভাল থাকবেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.