নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

"অন্ধ বিশ্বাস"

২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

তোরে অন্ধের মতোই করি বিশ্বাস,
তুই যদি বলিস-'মরুতে ফোটেছে পদ্ম',
আমি টানি নিঃশ্বাস!

তুই যদি বলিস-'জলেতে জেগেছে রাস্তা'
আমি হাঁটি ছড়িহীন;
তোর প্রতি কী আস্থা!



তুই যদি বলিস রাতের আঁধারে-
'সূর্য ঢেলেছে আলো'
আমি গায়ে মাখি সোনারোদ,
বাসি তোর কথারেই ভালো।

তুই যদি বলিস-
'ঝড় নেমেছে,পৌষের উষ্ণবেলা',
আমি ছাতা নিয়ে দিই যাত্রা,
পাছে তোর হয় অবহেলা!

তু্ই যদি বলিস-'হেমলক মধু'
আমি করি বিষপান,
জীবন যাবে? যাক;
থেকে যাক তোর মান!

তুই যদি বলিস-'ভালোবাসি তোরে'
মিছে লাগে বাকি সব,
এ জীবনে তুই চরম সত্য;
সত্য এই অনুভব!






মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ইয়াকিনের গভির স্তরে বুঝী মরণেও সূখ :)

ভাল লাগল কাব্য

++++

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ইয়াকিন ঠিক থাকলে এমনই হবার কথা ভাই।
অনেক ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়।

২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


কবিতায় "তুই" ইত্যাদি থাকলে কবিতার কি হবে?

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চাঁদগাজী ভাই,'তুই' শব্দ বোধয় খুব একটা খারাপ শব্দ না। আমরা যখন খুব বেশি করে কাউকে চাই তখন তাকে 'তুই-ই' বলেই সম্বোধন করি।এক্ষেত্রে আবেগের তীব্রতাই বুঝানো হয়েছে,অন্য কিছু না।আশা করি বিষয়টা বুঝবেন। ধন্যবাদ,ভাল থাকবেন ভাই।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

ওমেরা বলেছেন: এরকম হাবু-গাবু হয়ে কয়দিন চলতে পারবেন ?

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা....হাবু-গাবু?
ভাল বলেছেন আপু।দেখা যাক,ভয় হচ্ছে:চালাক হয়ে গেলে আবার বলবেন"- বেশি চালাকি করছি।
ভাল থাকবেন আপু।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: বাহ! বাহ!! বাহ!!!
অনেক ভালো লাগলো আপনার কবিতা।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বাহ! বাহ!! বাহ!!!অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।ভাল থাকবেন.।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: শাহেদ শাহরিয়ার জয় ,




শেষে পস্তাতে না হয় !
ওমেরার মন্তব্য জোশ .....

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: যার কিছুই নেই,তার হারাবার ভয়ও নেই।...এক সময় অনেক সাহসী হয়ে যাব,অনেক কঠিন হয়ে যাব। তখন কঠিন কঠিন কবিতা লিখব।এখন মন সায় দেয় না ভাই।অনেক ধন্যবাদ।

৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

উদাস মাঝি বলেছেন: খাইব হে বাশ খাইব :P

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: খাওয়ার এত্তকিছু থাকতে বাঁশটাই পছন্দ হইলো?! খারাপ না,সবকিছুর স্বাদ নেয়া যাবে।
অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.