নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আবেগের জয়! ** ( ১০০তম পোস্ট)

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪০

বিবেকটা বলে তোকে যেন ভুলে যাই,
তাই তাকে শিকল পরিয়েছি;
আবেগটা বারং বারই বলে যেন তোর কাছেই ছুটে যাই,
তাই তাকে মুক্ত করে দিয়েছি।

কোন একজনের জন্য মানুষ বাঁচে না;
বিবেক বলেছে বাঁচতে সবার হয়ে...
তোকে না পেলে জীবনের দাম নেই:
আবেগ বলেছে-বাঁচবি?
বাঁচ তবে ব্যাথা লয়ে!

বিবেক বলেছে: দারিদ্রে ভালোবাসা হয়না,
স্বার্থ থাকলে ভালোবাসা টিকেনা...
বলেছে আবেগ-''ভালোবাসা জাত-পাত মানে না;
ভালোবাসার সাথে লড়ে স্বার্থ কভুও জিতেনা।'

বিবেকের দংশন,
আবেগের উচাটন,
মনের দখল যার সে টিকে যায়;
তোকে ভালোবেসে,
'বিবেক'কে পাঠালাম বনবাসে!
স্মৃতি যেন মুছে না তোর-
তার ইশারায়!!

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

ওমেরা বলেছেন: আজকে বুঝলাম দুনিয়াতে বিবেকহীন মানুষের সংখ্যা বেশি কেন !!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা.....বোধয় আমার কবিতার মতো মানুষের মনটাও আবেগকেই বেশি প্রশয় দেয়। তাই মানুষ বিবেকী না হয়ে আমার মতো আবেগী হয়।অনেক ধন্যবাদ ওমেরা আপু।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

ওমেরা বলেছেন: ১০০তম পোষ্টে শুভেচ্ছা

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,এইটা আপনার লাগানো ফুলতো?!
ভাল থাকবেন আপু ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: জী ভাইয়া এটা আমার লাগানো গাছ ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:২০

সুমন কর বলেছেন: অভিনন্দন !!

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন সবসময়।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক বাস্তববাদী পোস্ট............অনেক ভালো লাগল

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...ভাল থাকবেন।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

জোহা ৭১ বলেছেন: শাহেদ ভাই; আপনার কবিতা ভাল হয়েছে?
আপনার বইটি কোন প্রকাশনী থেকে বের হচ্ছে । আপনি কি গল্প উপন্যাস লিখেন

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ...জোহা৭১ ভাই,মন্তব্যের জন্য।কবিতা ভাল হয়েছে কিনা জানতে চেয়েছেন?হাহাহা..।
ভাই বইটি নওরোজ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
গল্প উপন্যাস লেখার কিছুটা অভ্যাস আছে..হয়তো বই মেলাতে উপন্যাস প্রকাশিত হতে পারে ভাই।

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

মৌমুমু বলেছেন: ১০০ তম পোষ্টে অভিনন্দন।
কবিতায় ভালোলাগা রইল।
ভালো খাকবেন ভাইয়া।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আ্পু...ভালোলাগাটুকু তুলে রাখলাম।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.