নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভয় নেই...

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০

আমার হারানোর ভয় নেই
সিংহাসন,
না আছে হারাবার ধন
ভয় নেই হারাবার অমূল্য কিছুই,
না আছে হারাবার মন!



আবেগ আমার বন্দী শিকলে,
তাই,মন কাঁদেনা একলা বিকেলে,
অমানিশায় ভয় লাগেনা,
জোৎসনা দেখলে প্রাণ নাচে না,
মন গলে না কারো কাজল জলে!


আমার মনে নেই বিষাদ,
না চাঁদ ছোঁবার কোনাে সাধ,
চারপাশে নেই খাঁড়া দেয়াল-
লুকাবো কিছু বলে!!

আমার বলতে যা কিছু,
কে ছুটবে আর তার পিছু?
কে করবে আর পথিকের পথ রোধ;

আমি কারো মনে ব্যাথা দেইনি,
কারো জলে মন ধুইনি,
কে নেবে আর আমার ওপর-
করুণ প্রতিশোধ!?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

সাদাত তানজির বলেছেন: অসাধারন।
সত্যিই খুব খুব বেশি ভালো লাগলো। +++

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতা ভাল লেগেছে । এমন না চাওয়া পাওয়ার জীবন বোধয় রঙহীন ।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনকে ধন্যবাদ ভাই। অনেকেই তো এমোন রঙহীন জীবনই পছন্দ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.