নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

তোকে বলি শুন!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

স্বপ্ন ভাঙ্গার ব্যাথা ভীষণ,
তোর কাছে কই
তোরই কাছেই বলতে হবে?
অবাক যে হই।


তোর কারণেই আঁধারে রই,
তোর কাছে চাই আলো,
মানুষের কি অভাব ভীষণ!
তোরেই বাসি ভালো!!

তোর কারণে দুঃখ বিলাস,
তোর কাছে খুঁজি সুখ
কি এমোন তোর আছে যেন,
দেখলে ভরে বুক!

তোর কারণেই হয়তো বাঁচা,
তুই যে জীয়নকাঠি!
যতবার দিস ব্যাথার পাহাড়...
আমি ভালোবাসাই বাটি!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৪

ওমেরা বলেছেন: এমন হ্যাংলামি করলে ব্যাথাই দিব !! জানেন না মানুষ শক্তের ভক্ত নরমের জম ।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ওমেরা আপু...'হ্যাংলামি"!হাহাহা...এর চেয়ে ভাল কোন উপায় আছে..হ্যাংলামি থেকে বের হবার উপায়?
আমিতো এমোনটাই ভাবি:
তোর কারণেই হয়তো বাঁচা,
তুই যে জীয়নকাঠি!
যতবার দিস ব্যাথার পাহাড়...
আমি ভালোবাসাই বাটি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.