নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

উদ্বাস্তুর প্রেম!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

তোমার হৃদয়টা পোড়া রাখাইন,
আমি সহস্রকালেও উদ্বাস্তু রোহিঙ্গা!
তোমার আবেগ জ্বলন্ত বুলেট,
কখনো হৃদয় ছেদে কখনো বির্দীণ করে আমার ভালোবাসার গৃহ!
আমি রক্তাক্ত হৃদয় আর ভঙ্গুর রথে
নিরাপদ সীমানা খুঁজি।



জানি ছেড়ে যাওয়া মানেই,শেষ নয়;
তাই অস্থিরতা ছাড়েনা এ মনের...
যদি স্থির হয় তোমার বিদ্রোহী আবেগ,
যদি ভালোবাসা জাগে,
যদি স্বীকার করে নাও আমি উদ্বাস্তু নই;


তবে,আমি অপেক্ষায় আছি ফিরে যাবার...
তোমার পোড়া হৃদয়ে আমি সবুজের চাষ করবো,
ফুল ফোটাবো,
সুবাস ছড়াবো,
একদিন সে সুবাস বুকে মেখে,
নিঃশ্বাস থামার আগেই বলে যাব-''আমি তোমায় আজো ভালোবাসি!"



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি।মন্তব্যে ভাললাগা রইল।ভাল থাকবেন সবসময়।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: তবে,আমি অপেক্ষায় আছি ফিরে যাবার...
তোমার পোড়া হৃদয়ে আমি সবুজের চাষ করবো,
ফুল ফোটাবো,
সুবাস ছড়াবো,
একদিন সে সুবাস বুকে মেখে,
নিঃশ্বাস থামার আগেই বলে যাব-''আমি তোমায় আজো ভালোবাসি!"


ওরে বাবা কঠিন সঙ্কল্প , কঠিন ভালোবাসা !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা,প্রেমিকদের কাছে এটা কঠিন কিছুই না...মনিরা সুলতানা আপু।মন্তব্যে ভাল লাগা রইল।ভাল থাকবেন সবসময়।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: হুম এই জন্যই কঠিন ভালোবাসা বলেছি , ভালোবাসা তীব্র হলেই সম্ভব এই সংকল্প ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
।++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক দিন পর দেখলাম।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.