নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচারী মন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

আমি যাযাবরই রয়ে যাই,
ওরা কি এমন যাদু হাতে এসেছিল:
পেয়ে গেলো মনের দখল!



আমি জল'কে বলেছি জল,
মেঘ'কে মেঘ;
ওরা হয়তো জল'কে বলেছে 'ঝর্ণা'
আর মেঘ কে হয়তো কাজল!

জানি: তুমি গণতান্ত্রিকই হবে।

আমি প্রকৃতি'কে বলেছি সবুজ,
আর রক্তকে বলেছি লাল...
ওরা হয়তো বলেছে: প্রকৃতি বলে কিছু নেই;
যা আছে তা বসন্ত!
আর রক্ত'কে বলেছে হৃদয়।

জানি, কখনোই বুঝবে না এই মন,ভাববে :" স্বৈরাচারী"
আমিও মানবো না তোমার তোষামুদে গনতান্ত্রকিতা...
হয়ে থাকবো: যাযাবর!


তবু কোন একদিন,
ব্যালটের বক্স চুরি হয়ে গেলে তোমার দেশে,
ফিরে এসে দেখো:
কী শাসনে আমার মনের দেশ চলে,
কী সত্যের আসনেই না তুমি আসীন,
কী স্বৈরতান্ত্রিক ভাবেই না এ মন তোমাকে চায়!







ছবি-সংগৃহীত






মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা !! ছবিটা যে বানিয়েছে তার ট্যালেন্টের তারিফ না করে উপায় নেই।


কবিতা বেশ সুন্দর হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।আমারও ছবিটা অনেক ভাল লেগেছে..তাছাড়া প্রিয় একজন মানুষের নামের অক্ষরও আছে।মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

@বিসর্গ বলেছেন: এমন স্বৈরাচারী হতেই তো ইচ্ছে করে।প্রয়োজনে ২১৬ টা পদ্ম দিব।তবুও স্বৈরাচারী হব ! !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: স্বৈরাচারী হয়েও অনেক কিছু হারাতেই হয় ভাই। যারা বুঝে না,তাদের কাছে পদ্মের কি দাম আর গাঁধার ই বা কি দাম

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৩

@বিসর্গ বলেছেন: ঠিক বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.