নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অমলিন স্মৃতি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

জানি শুকিয়ে যাবে বেলি ফুল,
হারাবে সূতা-সুঁই!
তোর স্মৃতিটা হারাবে ভেবে,
বপন করে থুই!


জল দিই রোজ
চোখের জলে,
মনের জালে বেড়া...
রোদে পুড়ুক হৃদয় আমার
তুইযে ছায়ায় ঘেরা!

তোর হাসিটা মুক্তাে দানা,
হৃদয় করে আলো!
ভালোবাসি বলেই হয়তো
সব বাসি তোর ভালো।

তোর অভিমান,তোর অভিযোগ
তোর যাবার ঐ ক্ষণ,
স্মৃতি হয়েই রয়ে গেছে,
মুছেনি এই মন!


কোন একদিন হঠাৎ যদি
দেখা হয়ে যায়...
হৃদয় খোলে দেখাবো তোরে,
তুই আছিস কোথায়।


তোর স্মৃতিটা মনের ঘরে,
মন রেখেছে যতন করে,
হয়তো কভু জানবি না তুই আর...

ভালোবাসায় শর্ত নেই,
ভুলার যে-ভুলবে সেই,
আমি শুধু তোর স্মৃতিতেই
জীবন করি পার!




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথামালায় সাজিয়েছেন কবিতা, ভালো লাগলো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ইমরান আল হাদী বলেছেন: "জানি শুকিয়ে যাবে বেলি ফুল,
হারাবে সূতা-সুঁই!
তোর স্মৃতিটা হারাবে ভেবে,
বপন করে থুই!জানি শুকিয়ে যাবে বেলি ফুল,
হারাবে সূতা-সুঁই!
তোর স্মৃতিটা হারাবে ভেবে,
বপন করে থুই!"

ভালো লাগল. ..

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.