নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০


শুনো,
একদিন তোমার কথা ভেবে ভেবে রাত জাগতাম;
কোন একদিন তোমায় ভুলেই হয়তো ঘুমিয়ে পড়বো!

একদিন তোমার কথা ভেবেই মন আর্কিটেক্ট হয়েছে,
একটা ছাদ,তারওপর একটা বাগান,এঁকেছে মনের ক্যানভাসে।
কোন একদিন তোমায় ভাবলেই হয়তো বেদুইন হতে চাইবো: ছাদহীন,সংসারহীন!

জেনো,
মানুষের মনের ডায়েরী সে অনেক বিশাল,
কত নাম কাটা পরে রোজ,কত নামই লিখা হয় নতুন করে।
আমি হয়তো বিয়োগের খাতায়ই থাকব কোন একদিন;
কোন একদিন, আমার ডায়েরীতেও নতুন কোন নাম আসবে: অচেনা অক্ষরে!

একদিন হয়তো অভিনয়কে বাস্তবের রূপে করে গেছি,
কোন একদিন হয়তো বা বাস্তবকেই অভিনয়ের রূপ দেবো!

একদিন-অনেক হেসেছি দ্বৈতস্বরে,
অনেক হেটেছি যুগলে,
অনেক বসন্তে রং মেখেছি।

কোন একদিন-:
একাই কাঁদব নিরবে,একাই হাটব,
অনাগত বসন্তটাও হবে বিবর্ণ!
কারণ;
একদিন ভালোবেসেছিলাম দু'জনে,
কোন একদিন বুঝলাম: ভুল ছিল,
নিজেদের মতো একা একা!

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা | ধন্যবাদ |

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে ভাল লাগা রইল । ভাল থাকবেন।

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

শায়মা বলেছেন: কোনো একদিন সব কিছুই ভুল হয়ে যেতে পারে।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,"কোন একদিন'' হতেই পারে।অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে ভাল লাগা রইল। ভাল থাকবেন।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: ভুল ছিল - সময়মত এ কথাটা বুঝতে পারাটাও একটা সাফল্য।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ,ধন্যবাদ স্যার।সফল বলেই হয়তো দু'জনের জীবন এখনো বহমান।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা, আমাকে না ধমক দিলেন লেখায় ব্যস্ত বলে !

৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: একদিন-অনেক হেসেছি দ্বৈতস্বরে,
অনেক হেটেছি যুগলে,
অনেক বসন্তে রং মেখেছি।
মুগ্ধ মায়া ।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই।মন্তব্যে ভাল লাগা রইল।ভাল থাকবেন।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: শাহেদ শাহরিয়ার জয় ,




কোন একদিন বুঝলাম: ভুল ছিল,
নিজেদের মতো একা একা!


এই লাইন দু'টো ভালো লাগলো ।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লেগেছে শুনে ভাল লাগলো।অনেক অনেক ভাল থাকবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

শায়মা বলেছেন: ৪. ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮ ০
মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা, আমাকে না ধমক দিলেন লেখায় ব্যস্ত বলে !


লেখার ফাঁকে ফাঁকে একটু চেস্তো মানে চোখ রাখতে হয় না! :P


হাজার হোক আই এ্যাম স্টিল এন একটিভ ব্লগার..... :) :) :)

৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা: ক্লিয়ারলি আন্ডারস্টুড !! অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট !

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: ভুল ছিল এটা বুঝার আগেই তো ভুল হয়ে যায়। তাও ভুল বুঝতে পারাটাও একটা ব্যাপার।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভুল বুঝতে পারাটাও কম কিছু নয়,কিন্তু ভুল মানুষের সাথে কাটানো সময়ের স্মৃতিটা খুব..খুব আঘাত করে।অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.