নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তি স্বীকার!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৭

তোমার পাশে থাকাটা যেমন সুখকর ছিল,
ছেড়ে যাওয়াটাও মন্দ নয়!

পাশে থাকতে সুখের সুর উঠতো
আমার বেসুরে কণ্ঠে,
কখনো বাড়েনি রক্তচাপ;কমেনি হৃদস্পন্দন।
ছেড়ে গেছো বলে:
চোখটা হয়তো সাগর হয়েছে,
বুকটা ব্যাথার পাহাড়;
কিন্তু জানো?
আমার ভিতর জন্ম নিয়েছে একটা 'জীবনান্দ'!

'সে' বেদনাতুর আবেগ দিয়ে তোমায় 'বনলতা'
বানায় প্রতিটা কবিতায়,
তোমার ফেলে যাওয়া পথে সহস্রবার হাঁটে,
তোমার স্মৃতি কুঁড়ায় সযত্নে,
তার' মনের মধ্যে একটা সভ্যতা আঁকে শুধু তোমার জন্য!

তুমি পাশে থাকলে হয়তো
ঘড়ির কাটা অানন্দ নিয়েই ঘুরতো,
পড়ন্ত বিকেলটা দ্রুত হয়ে যেত অন্ধকার।

তুমি নেই তাই,
সময়ের প্রতি আমার কোন প্রতিশ্রুতি নেই,
দিগন্তের লাল সূর্যটাও পাত্তা না পেয়ে একটু দেরি করেই ডুবে।
আলো-আঁধারের প্রতিও আমার কোন আক্ষেপ নেই,

এমন নির্দ্ধিধায় ক'জন বাঁচতে পারে বলো?!


যখন পাশে ছিলে:
স্বপ্নরা উড়ে উড়ে আসতো,
তুমি এতটাই জীবন্ত থাকতে সে স্বপ্নে-
আমার ত্বকেন্দ্রীয় টের পেত তোমার উপস্থিতি,
আমার ঘ্রাণ-ইন্দ্রীয়ে ভাসত তোমার চুলের ঘ্রাণ!


পাশে নেই বলে ভেবোনা,
তুমি নেই।
শুধু মিছে স্বপ্নগুলা আর দেখা হয় না,
আমার ত্বক-ইন্দ্রীয় এখন তুমি ছাড়াও অনেক কিছুই অনুভব করে,
ঘ্রাণ-ইন্দ্রীয়ে হরেক রকম ঘ্রাণ।
প্রতিবার বাতাসের সাথেই ওরা ফিরে আসে;
আর আমি বিশ্বাস করতে শিখি: আবারও কাউকে বিশ্বাস করা যায়!


তুমি পাশে থেকে 'ভালোবাসা' শব্দটা মধুর করে গেছো,
তুমি চলে গিয়ে বুঝিয়েছো 'ভালোবাসা'
আসলে কি!?














মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

মৌমুমু বলেছেন: প্রতিটি লাইনই খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
কবিতায় অনেক ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সে অনেক দিন পর...আপনার দেখা পেলাম।অনেক ভাল লাগছে আপু।আামার ছোট্ট একটা বই বেরিয়েছে।সম্ভব হলে হয়তো দিতাম।ভাল থাকবেন সবসময়।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪০

মৌমুমু বলেছেন: বইয়ের জন্য congratulation!
বই offer করেছেন তাতেই অনেক ভালো লাগলো ভাইয়া। অবশ্যই চেষ্টা করবো আপনার "জলরং বসন্ত" বইটি কিনে সংগ্রহে রাখার।
ধন্যবাদ ভাইয়া।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাাহাহা...কিনে নিবেন!?
শুনে সম্মানিত বোধ করছি আপু্। বইয়ের নামটাও খেয়াল করেছেন দেখে ভাল লাগছে।অনেক ভাল থাকবেন আপু।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ভিতর জন্ম নিয়েছে একটা 'জীবনান্দ'!

দারুণ হয়েছে কবিতাটা।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই।ভাল থাকবেন সবসময়।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা ভাললাগল। অনেক ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.