নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

নীল প্রেম

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬


অনেক খুঁজেছি মন,
ডিপ ওয়েবে লুকানো প্রেম,
তুমি সে অনেক পরে দিয়েছিলে সাড়া,

আমি সে নেশায় পড়েছি,
বুকে তাজমহল গড়েছি,
ভালোবেসে তোমায় জেগেছে মনের পাড়া!



দিনগত হয়,অভিমান বাড়ে,
ভালোবাসা বাড়েনিতো কভুও সে হারে!
তবুও আবেগ বলে: ভালোবেসে যাও'

তুমি মুখ ফোটে বলনিতো,
আমি নয় তার মতো,
যাকে তুমি শয়নে-স্বপনেতে চাও!



আমার যতো চাওয়া, ফেলেছি চরণে তোমার,
হৃদয়াঞ্জালী দিলাম; লাগে কিছু কি আর?!
আর কিছু নেই জেনো,
নিঃস্ব আমি;

তোমার দাবীর কাছে,
ভালোবাসা হেরে গেছে,
আমার হৃদয় আছে:
নেই কিছু দামী!

একদিন সন্ধ্যাবেলায়;
অচেনা মানুষের মেলায়,
আমায় বল্লে তুমি 'মুসাফির''!

এ হৃদয় হায়!
বুঝে না আমায় ,
তোমার কথায় তাই নত হয় শির!


তোমার প্রেমের পাখি আর ফিরেনি খাঁচায়,
আমিও বাঁধিনি খাঁচার দুয়ার; ফিরবে-ফিরবে আশায়


বহুকাল ভালোবেসে বুঝেছি:
ভালোবাসাটা একটা ''Blue Whale Game''!
আত্নহনন খেলা!!

পরেছে যে মোহে,
ছেড়েছে সে বাকি সব;
দিনে-দিনে শুধু: সাঙ্গ হয় বেলা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

রসায়ন বলেছেন: দারুন

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০০

ইসমাঈল আনিস বলেছেন: মনের কথাগুলোই ব্যক্ত করতে পেরছেন কবি৷

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,মনের কথাগুলা বুঝতে পারার জন্য।ভাল থাকবেন সবসময়।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৪

অশ্রুত প্রহর বলেছেন: ভাল লিখেছেন। লাগল ভাল।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ অশ্রুত প্রহর।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.