নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ রুপান্তর

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

আমি সে হরেক রুপে এসেছি,
তোমার দুয়ারে,
তুমি ভেবেছো স্রোত আমায়,
ভেসে আসে যে কোন জোয়ারে!

নয়তো বা ভেবেছো শেওলা,
যে ভাসে এ'কূল - ও কূল;
হয়তো বা কোন মরিচীকা,
চোখের দেখা কোন ভুল!

ভেবেছো কভু বা শীতের পাখি,
তোমার আঙ্গিনায় চেয়েছে আশ্রয়,
তুমি তাড়াও নি হয়তো ক্ষোভে,
বিশ্বাসে-ভালোবেসে দাওনিতো প্রশয়।

আমি নিজেকে করেছি শিশির,
মিশে গেছি ঘাসে...
প্রতি ভোর সন্ধ্যায় তুমি নামলে,
তোমার পায়ের পরশ যদি আসে!

ভালোবেসে কত রূপ ধরি,
কত ঘুরি তোমার চারপাশ,
তোমার চোখে সে দেয়নি তো ধরা,
ছোঁয় নি তো কভু তব বিশ্বাস!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: বাহ ! খুব ভালো ।

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ নীলপরি। অনেক ভাল থাকবেন সবসময়।

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.