নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম কষ্ট!

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

জানো,
আকাশটাও খুব করে কাঁদে।
একবার শরতের নীলমেঘ'কে সে ভালোবেসেছিল;
পরম বিশ্বাসে উজাড় করেছিল বুকের জমিন,
কিন্তু সাদামেঘের সাথে সে (নীলমেঘ) উড়ে গেছে।
মেঘ দেখলেই তাই সে এখন কাঁদে,
কখনো টুপটাপ-ঝিরিঝিরি,কখনো ভীষনরকম।



তোমরা যেটাকে বৃষ্টি বলো-
ওটা বৃষ্টি নয়: কষ্ট! ভালোবাসা হারানোর কষ্ট!!


পাথুরে পাহাড়ও কখনো কখনাে কাঁদে,
জলকে সে ভালোবেসে বুকের গহীনে ঠাঁই দিয়েছিল কোন একদিন;
পাথর সে জলে স্বপ্ন একেঁছে বিশাল,
পাহাড়ের বুক ছিড়ে কোন একদিন সে (জল) সাগরে হারায়।
জলকে এখন তার ভীষন ভয়,
তাই,ভালোবাসার অধিকারেও আটকায় না আর,
বুক ছিড়ে ঝরতে দেয় ঝুম-ঝুম!

তোমরা যেটাকে ঝর্ণা বলো-
ওটা আসলে ঝর্না নয়: কষ্ট! স্বপ্ন ভাঙ্গার কষ্ট!!


কিছু মানুষ আকাশের মতো,কিছু পাহাড়ের...
অপার হৃদয় নিয়ে ভালোবাসে।
কিছু মানুষ শরতের মেঘের মতো,কিছু জলের...
ভালোবেসে ছেড়ে যায় নিমিষেই।


অতঃপর হৃদয়ের যে রক্তক্ষরণ,
বিশ্বাসের যে নীরব মরণ,
আর স্বপ্নের যে আত্নহনন;
কোন চোখই তা মেনে নিতে পারে না,

যাকে তোমরা কান্না বলো-
ওটা কিন্তু কান্না নয় :
ভালোবেসে বিশ্বাস হারানোর কষ্ট,
ভালোবেসে স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫

মিথী_মারজান বলেছেন: হৃদয় ছোঁয়া কবিতা।
ভাল লাগা রইল।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,পড়েছেন জেনে ভাল লাগল।ভাল থাকবেন সবসময়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

ইফতেখারুল মবিন বলেছেন: আসলেই অন্যরকম ভালো লাগার কবিতা!!

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকবেন সবসময়।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

জাহিদ অনিক বলেছেন:

সুবীর নন্দীর একটা গান মনে পড়ে গেল,




পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না




কবিতায় ভালোলাগা রইলো।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই।মন্তব্যে ভাল লাগা রইল। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.