নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো!

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

হঠাৎ কোন একদনি দেখা হয়ে গেলে শহরের ফুটপাতে,
তোমার হাতে হয়তো কোন শপিং এর ব্যাগ থাকবে-
বেখায়েলে কিনে নিয়েছো জাম কালারের কোন পাঞ্জাবী,
জানি: তার জন্য!



তোমার হালকা চুলের মাথায় সাদা দু'য়েক গাছি চুল বুঝাবে-
সে অনেক দিন হয়ে গেছে...
আর আমি সাময়িক বোবা হয়ে যাবো,
আগের মতোই।
তোমার মুখে হাসি থাকবে,
আমার বুকে ধুরু-ধুরু কাঁপন,
তুমি খুব সহজ করেই কঠিন জিনিসটা জানতে চাইবে-
'আমি কেমন আছি'
এটা,ওটা হয়তো বলবো,
এ'ও বলে দিবো কার সাথে শুয়ে-শুয়ে রাত জাগি আজকাল;



অনেক কিছু জানতে চাইবে মন,
কিছুই জানা হবে না জানি:
তুমি কি ডায়েট ছেড়ে দিয়েছো?
ডায়েবেটিস বাধিয়েছো নাহ্?!
চােখের নিছে এত্ত কালি কেনো,রাতে ঘুমাও না বুঝি??
কণ্ঠনালী ছেদ করে এসব প্রশ্ন হয়তো ধ্বনিত হবে না,
নিঃশ্বাসেই মিশে হারিয়ে যাবে।

ভঙ্গুর এ দেহের ভার নিয়ে অলস দু'পা
কোথাও দাঁড়াতে চায় না আজকাল,
এক সাথে বসার সময়টাও নেই,
জাম কালারের পাঞ্জাবীর আশায় কেউ হয়তো অপেক্ষায় থাকবে তোমার।
বিবাহবার্ষিকী,না জন্মদিন?
হয়তো কিছু একটা হবে।

আমার জন্যও আজকাল কেউ রাত জাগে,
কেউ কালো রঙের শার্ট সেলায়:
হয়তো ভেবেছে 'কালো' আমার প্রিয় রং!
আমিও আজকাল জাম কালারের পাঞ্জাবী পরা ছেড়ে দিয়েছি,
আলমিরাতে সবই কালো-
কালো শার্ট-কালো প‌্যান্ট,কালো কোর্ট-কালো টাই, কালো শাড়ি আর কালো পাঞ্জাবী!



তুমি আগের মতোই আমার সবি জানলে,
আমার আ্গের মতই অজানা রয়ে গেলো
-তুমি ভালো আছােতো?
ভালো থাকার জন্যই তো এতকিছু।
-ভাল থেকো।








মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

শামচুল হক বলেছেন: দারুণ

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাল লেগেছে কবিতা।আবেগ, অভিমান,আক্ষেপ সবই আছে,আছে শুভ কামনাও।
ধন্যবাদ কবি।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। মন্তব্যে ভাল লাগা রইল।ভাল থাকবেন সবসময়।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক লেগেছে আমার । দুর্দান্ত ।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫৮

চানাচুর বলেছেন: নাজিম শাহরিয়ার জয়ের কথা মনে পড়েছে X((

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: নাজিম শাহরিয়ার জয়,অভিনেতা?
ভাল থাকবেন,সবসময়।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৬

ওমেরা বলেছেন: আসলেই কি দেখা হবে কখনো !!
কেমন আছেন ভাইয়া ?

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: জানা নেই,তবে হলেও হতে পারে...কারণ আমি এখন সেই ইট-কাঠের শহরের রাজপথে হাটি রোজই।
আমি ভাল আছি আ্পু,অনেক দিন পর দেখলাম।আশা রাখি ভাল আছেন।ভাল থাকুন সবসময়।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১

ডার্ক ম্যান বলেছেন: কবিতা ভাল হয়েছে কবি। কবিতার জয় হোক

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ডার্ক ম্যান।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.