নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনেক করেই ছল করেছি

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯


অনেক করে ছল করেছি,
রক্ত-হৃদয় জল করেছি,
জলের চোখ অনল করেছি,
বলতে পারিস?
বুকে তাজমহল গড়েছি!




তোরে পাবার দল করেছি,
ভীরু মনটা বল করেছি,
তল থেকে অতল করেছি,
তুই কি জানিস!?
" জিতিয়ে তোরে আমি হেরেছি"!

চল জীবন অচল করেছি,
শত ফল বিফল করেছি,
অপাত্রে তে ফুল সপেছি,
জানিস নে তুই-
শীত-বৃষ্টি এক করেছি!


অনেক করেই ছল করেছি;
মুখোশটাকে খল করেছি,
হাজার রকম কল করেছি,
কেন জানিস?!
কারণ তোরে: খুব চেয়েছি!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর প্রেমময় কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকবেন সবসময়।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।
দারুন আবেগি কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন সবসময়।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

জনৈক অচম ভুত বলেছেন: ছলচাতুরী চলুক। B-))

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: না ভাই,

বুঝলাম অবশেষে;
ছল মানেই ছল-
তেলে জলে কি আর মেশে?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.