নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

চারুলতা

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২১

তোমার নাম দিলাম ' চারুলতা';
কেনো দিলাম?
ভালোবেসে দিলাম: অনেক সখ ছিল,কোন একজনকে ভালোবেসে,আবেগ আর আদর মিশিয়ে ডাকবো-
যে নামে তাকে কেও ডাকেনি!

ভালো হয়তো বেসেছে
কেও কেও,
ঝিরঝিরে বৃষ্টিকে বাসেনি,
তোমার হাসির মিষ্টিকে বাসেনি,
তোমার চোখের চঞ্চল দৃষ্টিকে বাসেনি,
তোমার হাতের কঙ্কণ সৃষ্টিকে বাসেনি!

আমি কিন্তু ভালোবেসেছিলাম
শ্রাবণ মেঘের বৃষ্টিকে ঃ তোমার হাত ধরে ভিজবো বলে!
ভালোবেসেছি: তোমার মিষ্টি হাসি আর চঞ্চল দৃষ্টিকে,
ভালোবেসেছি: তোমার হাতের কাঁকনের কঙ্কণ সুর,কপালেরও টিপ আর কানের ছোট দুলটিকে!

ভালো কিন্তু সবাই বাসে,
সবকিছু বাসে না!
কেনো জানো চারুলতা?!
এইযে তোমার নীল ভাল লাগে,
আমারও তো তাই!
তোমার বাচ্চামন চকোলেট খুঁজে,
তুমি কল্পনায় কীর্তনখোলার পাশ গেষে হাটো,দু'চোখ বুজে।
তুমি ভেবে যাও,
তুমি একা নও,
যখন চুমুক দাও কফিতে!

আমি অতো ব্যস্ত নই: বাস্তব কিংবা অভিনয়ে!
ভালোবাসি চকোলেট দিতে- নিতে,
শ্বাস নিতে সবুজ নদীর ধারে!
কফির তিতো-মিঠা স্বাদ ভাললাগে,
তোমার চোখের দিকে তাকিয়ে আলো-আঁধারে!

আমি জানি চারুলতা,
যে যা চায়,
সে তা পায় না।
তাই বলে কি কেও চাওয়া থামায়?
নাকি ভালোবাসা?!

ভালোবাসলে,পাঁচ ফিট চার ইঞ্চি দেহ নিয়ে দেয়াল ডিঙ্গোতে হয় না,
আটান্ন কেজি ভর নিয়ে উড়ে উড়ে তাকে খুঁজতে হয় না,
ওটা এতটাই দ্রবণীয়:
যেখানে ভালোবাসা নেই,
সেখানে বাতাসে কোন ঘ্রাণ নেই,
ছায়াতে কোন শীতলতা নেই,
উত্তাপ ঠিকই থাকে সূর্যের প্রখরতায়!

যেখানে ভালোবাসা বাস করে:
বাতাসে সেখানে বেলীফুলের ঘ্রাণ।
ছায়াতে স্বর্গীয় শীতলতা,
সূর্যের উত্তাপেও মিষ্টি এক উষ্ণতা!

এ হৃদয় তাই কভু জোর করেনা,
জেদ ধরেনা তোমাকে পাবার- চারুলতা!
শুধু নিরভে নিজেকে একটা প্রশ্ন করে যায়ঃ
"চারুলতা,ভালোবেসেছিলে কি আমাকে কোন একদিন?"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:
ভাল লাগলো। সুন্দর লেখার প্যাটার্ন।

আমার ব্লগে স্বাগতম।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগলো,ধন্যবাদ।হ্যাঁ, নিমন্ত্রিত হতে পেরেও ভাল লাগছে,ভাল থাকবেন সবসময়ই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর আর সাবলীল। শুভ কামনা।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ প্রিয়,,,পড়েছেন জেনে,খুশি হলাম।ভাল থাকবেন সবসময়ই!

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই। ভাল থাকবেন সবসময়ই।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে সময় নস্ট না করে চারুলতা কে নিয়ে ঘুরতে যান :| ভালোবাসা পাবেন আশা করি :D

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাই,চারুলতা আগেতো আমার প্রশ্নের উত্তর দিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.