নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

যদি মন চায়

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০

যদি কভু চলে যেতে চাও;

তোমার নগ্ন পায়ের ছাপ,
ফেলে যেও বুকের জমিনে,
আমি স্মৃতির মিনার বানাব,
তোমার গলার সুর ভাসিয়ে দিও ইথারে,
আমি কান পেতে খুঁজে নেব!

যদি চলে যাও,
বলে যেও,ফিরবে না আর:
আমি বন্ধ করে দেব হৃদয়ের দ্বার,
পাছে কেও ঢুকে অগোছরে!
বলে যেও:
ভুল ছিল সোনালী অতিত!
মিছে ছিল যত সুর- গীত,
শুধরে নেব যদি পারি নিজেরে!

আর যদি বলো:
নিয়তী হয়েছে বাধা,
রক্ত ঝরানো মন,ছেড়ে দেবে কাঁদা!
ছেড়ে দেবে হৃদয় অধিকার!

যদি বলোঃ
এটা পৃথিবীরই নীতি!
হয়তো অভিনয় বেশি ছিল,কম ছিল প্রীতি!
অভিনয় করে কবে কে হয়েছে কার?!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৬

শাহারিয়ার ইমন বলেছেন: ্প্রেমের নামে অভিনয় খুব চলে এখন

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সবাই অভিনেতা ভাই,..তাও পাকা!
অনেক ধন্যবাদ প্রিয়।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম কবিতা খানি।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।মন্তব্যে অনুপ্রাণিত হলাম।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.