নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ডাহুকী জীবন

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

ইচ্ছে হয় ডাহুকী হই,
অথবা গাঙচিল।
ডুব দিয়ে খুঁজি রুপালি সুখের স্মৃতি,
নয়তো নিজেরে বিলিয়ে দিই,আকাশ আর সমুদ্রের নীলে।
ব্যর্থ করে দিই,
পাওয়া না পাওয়ার শত তীর,
কল্পনার শীতল জলে দিই অবগাহন;
অথবা উড়ে উড়ে নির্জন কোনো দ্বীপে গিয়ে পাতি ঝিনুকের সাথে সংসার!

বড় বিষময় এই ' কাকের জীবন',
দলবেঁধে সভ্যতার ডাস্টবিনে সুখ খুঁজি নিত্যদিন,
আর হাহাকার বুকে নিয়ে ফিরি রোজ!


এর চেয়ে ঢের ভাল,
গাঙচিল কিংবা ডাহুকী জীবন!
ডুব দিয়ে সুখ না পাই,
উড়ে গিয়ে না পাই মুক্তো:
দুঃখের খাঁচায় বন্দীত্বের কোন ভয় নেই!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: গাঙচিল বা ডাহুকদের জীবটাও একেবারে সহজ নয়। খাবারের অন্বেষণে বের হয়ে অন্যের খাবারে পরিণত হতে হয় অনেক সময়।
যাই হোক, আপনার কবিতা আমার ভালো লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,ভাই।ডাহুক পাখি কিন্তু সহজে শিকার করা যায় না,আমি গ্রামের মানুষ আমি দেখেছি. আর গাঙচিলতো সবাই জানে।তবে আমি তুলনামূলক একটু স্বস্তির কথা বলেছি।অনেক ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লাগলো কবিতা পাঠ করে।তবে ঐ যে কবির কথায়, যাহা কিছু সুখ সব নদীর ওপাড়ে।
বৈশাখী শুভেচ্ছা রইল।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহা..ঠিক তাই ভাই। বৈশাখি শুভেচ্ছা আপনাকেও।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ডাহুক পাখি কি খাওয়া যায়?

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আমার জানা মতে খাওয়া যায়,তবে ধরাটা সহজ নয়,ওরা বাস্তবতা বুঝে ডুব দিতে জানে ভাই।ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

মোস্তফা সোহেল বলেছেন: জীবনে অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু বেশিরভাগ ইচ্ছে গুলোই পূরন হয়না।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বেশি চাওয়াতে বেশি হতাশার জন্ম হয়।কিন্তু কম চাওয়ার মাঝে এমোন কিছু থাকে যেটার অপূরণে কষ্ট না লেগে পারে না।ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.