নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

একটি তৈলাক্ত মহাকাব্য

১৭ ই মার্চ, ২০২২ রাত ১:০১

আজ একটি মহাকাব্য লিখব,
এক শব্দের।

"তেল"
একটি শব্দই খেলে দেয়-
সব মহাকাব্যের খেল্!



তেল' এর তো দাম ঠিকই আছে,
পন্ডিতদের কী হুশ গেছে?

গিলছো ভালই,
মাখছো ভিষন,
দাম চাইলে রাগছো,
কারণ?

তেল হবে রাজপথ্য,
গোলাম ছুঁলে খুব অনর্থ,
তবুও যদি সখ জাগে,
গ্যান-গ্যানানি থামাও আগে!

আহা তেল!
দেখাও তোমার মহাকাব্যিক খেল্ ৷৷

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১২

গেঁয়ো ভূত বলেছেন: ঠিকই তো ! তেলের খেলই তো আসল খেল ! "এক তেল এ কলও চলে আর এক তেল এ চাকাও ঘোরে"।

১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।

২| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: "তেল ছাড়াও রান্না করা যায়" প্রধানমন্ত্রীর এই কথার সাথে আমি একমত। আদিম যুগেও মানুষ তেল ছাড়াই খেত। কিন্তু বাংলাদেশে এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যে আদিমযুগের মত তেল ছাড়াই খেতে হবে। তেলের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি ভূমিকা পালন করছে মজুতবাজ ব্যবসায়ীরা। যেটা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব।

১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,তেলের মজুদ করে সিন্ডিকেট শুধুই গোডাউনে তেল মজুদ করে না,মুখেও মজুদ করে। যা দিয়ে মালিশের মাধ্যমে সমাজে তেলের একটা সংকট তৈরি হয়।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.