নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক বাহানা!

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

আলাদীনের চেরাগ পেলে-
ধরতাম কিছু বাহনা মেলেঃ
বলতাম:-

"মোরে
করে দাও আশ্রয়,
সকল আশ্রয়হীন শিশুর,
দাও উপশমক,
পৃথিবীর যত ব্যাথা কঠিন-কঠোর।

খাবার দাও,
মানুষ-পশু, ভুলুক পেটের যন্ত্রণা
অস্ত্র সকল ফুল করে দাও,
ছড়াক প্রেমের মন্ত্রণা!"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯

কামাল৮০ বলেছেন: সুন্দর উপলব্ধি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই চমৎকার এবং মানবিক বাসনা ব্যক্ত করেছেন ক্ষুদ্র কবিতাটিতে। 'মোরে' শব্দকে 'আমাকে' বা 'আমায়' করলেও ছন্দ ঠিক থাকে, তাতে আরো সাবলীল হবে এবং 'পুরাতন স্টাইল'-এর ছোঁয়া থেকে বাঁচবে। কয়েকটা বানান ভুল। শব্দটা তো 'বাহানা'। ব্যথা, মন্ত্রণা।

শুভেচ্ছা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগল। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সংশোধনের চেষ্টা থাকবে।
ভালো থাকবেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লাস দিয়ে গেলাম আবার এসে। আপনার কবিতা ভালো। কবিতায় সময় দিন, নতুন কবিতা পড়তেও হবে। আর ব্লগেই থাকুন। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.