নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৩




জীবন একটা তেজপাতা,
সুবর্ণ থেকে বিবর্ণ-
কারো ঠোঁটে,কারো নাকের তৃপ্তি;
সবটাই অন্যের।

২)
স্মৃতি
একটা বোলতার কামড়!
যতক্ষণ ব্যাথা থাকে: ততক্ষণ স্মৃতি,
তারপর উধাও।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্মৃতি উধাও হয় নাতো

সুন্দর হয়েছে

১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সব স্মৃতি মনে গেঁথে থাকে না,কিছু হারায়।আমরা ছোট বেলা থেকে একটা গল্প শুনতাম: মানুষের শরীরের পুরাতন ব্যাথা নাকি পূর্ণিমা/আমবস্যায় জেগে উঠে।
"বোলতার কামড়" দিয়ে আমি আসলে সেটাই বুঝাতে চেয়েছি,ব্যাথা আসলে,স্মৃতিও মনে জেগে উঠে।
ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

বাকপ্রবাস বলেছেন: স্মৃতি উধাও হলে সেটা আর স্মৃতি থাকেনা

১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,সবকিছু যায় না,কিছু থেকে যায়।
ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: স্মৃতিগুলো বেঁচে থাকুক।

সবস্মৃতি উধাও হয় না।

১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সব স্মৃতি মনে গেঁথে থাকে না,কিছু হারায়।আমরা ছোট বেলা থেকে একটা গল্প শুনতাম: মানুষের শরীরের পুরাতন ব্যাথা নাকি পূর্ণিমা/আমবস্যায় জেগে উঠে।
"বোলতার কামড়" দিয়ে আমি আসলে সেটাই বুঝাতে চেয়েছি,ব্যাথা আসলে,স্মৃতিও মনে জেগে উঠে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.