নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

সকল পোস্টঃ

অপ্রিয় বাবা

০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৩২


বাবা কখনো আমার প্রিয় হতে পারে নি,

যবে থেকে বুঝতে শিখেছি,

তবে থেকেই-

হলুদ রঙ্গের জামাটা চেয়ে পাই নি,

পোয়েনিক্স সাইকেলটা চেয়ে পাই নি,

১১১০ মোবাইলটা চেয়ে পাইনি,

কতযে পাইনি,

কতযে পাব না ;

তার ডরে কত চাই...

মন্তব্য৪২ টি রেটিং+৬

আমার রুপান্তর

২৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৪১

আমার রক্ত-মাংসে কর্পোরেট দহন,
মিটিং,ট্রেনিং আর টার্গেটের বাজেট
বহমান শিরা-উপশিরায় :(( X(
আমি অন্য মানুষ;
যখন তোমার ডানপাশে শুই! !:#P

মন্তব্য১ টি রেটিং+০

আর কেহ নেই!

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

তোমার মতো এমোন করে,
কেও চায়নি আমার সকাল
আমার দুপুর,আমার বিকেল
অষ্টপ্রহর-সারাটা কাল!



জোর করে কেও ঘুম ভাঙ্গায়নি
ঘুম পাড়ায়নি কোমল স্বরে
কেও বলেনি " লাঞ্চ করেছো?,
এত্তরাত কেও ডীনার করে?!"

ঝাপটে এ হাত কেও ধরেনি,
বৃষ্টিভেজা...

মন্তব্য৪ টি রেটিং+১

অপরাধী মন

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

বেসামাল মন
চেয়ে বসে তোমার মনের অধিকার,
সে ভুলে যায়:
কীযে অপরাধ,বামন হয়ে চাঁদ ছোঁবার!?



প্রজাপতি মন,
ঘাসফড়িং জীবন,
ছুটে চলে তোমার অলক্ষ্যে
বালুচরে বাঁধে ঘর,
স্বেচ্ছায় সে যাযাবর,
তাজমহল ঠাঁই নেয় জীর্ণ বক্ষে!

হয়তো কোনোদিনই,
তোমার দৃষ্টি ছোঁয়নি প্রজাপতি,
মোহের...

মন্তব্য৩ টি রেটিং+১

প্রতিদান

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

একদিন সবকিছু জবাব দিবে :

জ্বলতে জ্বলতে ক্ষয়ে যাওয়া সিগারেট কিংবা
ছাই হওয়া বন,
হাটতে হাটতে না ফুরানো পথ কিংবা ক্ষয়িষ্ণু স্যান্ডেল
ধরতে ধরতে ছেড়ে দেওয়া হাত,
অথবা খেলতে খেলতে ভেঙ্গে দেওয়া মন!

...

মন্তব্য৭ টি রেটিং+০

সুখের সাতকাহন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

তখন অনেক সুখী ছিলাম,
তোর পথে উন্মূখী ছিলাম
হাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিলাম কয়েক মহাকাল!

তুই শরতের মেঘ,
বৃষ্টি হয়ে ধুয়ে দিলি যতটা আবেগ
সৃষ্টি করে রেখে গেলি \' মায়া- মোহ-জাল!




তখন?!
তখন মানে কখন??
যখন তোর...

মন্তব্য৬ টি রেটিং+০

বৃত্তে বন্দী জীবন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

দিনের আলোয় লুকায়ে রাখি
যে আলেখ্য ইতিহাস-
রাতের আঁধারে ছড়ায়ে পড়ে
সে স্মৃতির মহাত্রাস!



যা করি অভিনয়,
দিবস লগনে
তা ভাসে স্বপনে,
তিমিরও শয়নে।

অন্তরে অচেতন ব্যাথা,
জেগে ওঠে যথা-তথা!
ডেকে ওঠে বিষাদ স্বরে...

কভু ছবি কভু কায়া,
কভু ঘৃণা,কভু...

মন্তব্য০ টি রেটিং+০

‘‘ পুতুল জীবন ’’

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬




‘সাগর পাড়ের মানুষের মন সাগরের মতো,প্রেমে পড়তেই পারে!’,সেন্টমার্টিন বিচের কিটকট চেয়ারে বসে শফির রসোক্তি সিহাবের সাথে।শফি প্রেমিক পুরুষ,সিহাবও কম যায় না;দীর্ঘ তিনবছর দু’জন রেশমার পিছনে পাগলের মতো ছুটেছে।দু’বন্ধু একসাথে...

মন্তব্য৯ টি রেটিং+১

গুজব

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

শেয়ার বাজার-সোনালী,
দুটোতেই আজ মাল খালী!
বেসিক কিংবা ইসলামী
সে বিষয়েও কম জানি।

গুজব রটাস?
মামলা হবে,এত্ত কঠিন মানহানী!




জোসেফ এখন সাধু
রাষ্ট্রপতির কৃপায়,
আজিজ তাই জেনারেল,
ভাই কি করে কম পায়?

ভুয়া খবর!
যোগ্য যে সে দাম পায়!



বিশ্বজিৎ...

মন্তব্য১৪ টি রেটিং+১

দিগভ্রান্ত বিবেক!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

এক নদী সাদা দুধ,
একফোটা টকে নাশ!
অনেক সাদা হাত,
একহাতে ভাইরাস!



অনেকগুলা মাথা,
দু\'একটা শয়তানের!
অনেকগুলাই পথ:
কানাগলি কচিৎ এর।



অনেক অনেক কী
আর হবে?
ব্যাকটেরিয়াই সবি খাবে!

সব হাতে ভাইরাস ছড়াবে,
মাথাগুলা গুন ঝড়াবে,
পাঞ্জেরীও পথ হারাবে,
বাঁচার উপায়...

মন্তব্য১২ টি রেটিং+১

ভালোবাসার বিশ্বায়ন!

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

তুমি আর আমি মিলে
দু\'জন হবো \' এক\' একদিন;
প্রকাশ্যে রটিয়ে দিব ভালোবাসার ইতিহাস।
সবকটা চোখ দার্শনিক হবে,
সবকটা মন ভাবুক :



চুলছেড়া বিশ্লেষণ হবে বৃষ্টিস্নাত একটি চুম্বনের!
সুরতহাল রিপোর্ট হবে:
এ কাম,ক্রোধ,ঘৃণা নয়;
ভালোবাসার বিশ্বায়ন!




ছবি:...

মন্তব্য৯ টি রেটিং+০

হৃদয়ের নিরুদ্দেশ যাত্রা!

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

আমি ধ্রুবতারার কাছে মিনতী করেছি
যাতে আরেকটু সে জ্বলে:
আমি দিশাহীন ভাসিয়েছি ভালোবাসার তরী,
তোমার হৃদয় গাঙ্গে ভিড়বো বলে।



কত যোজন যোজন দূর সে পথ,
কত আঁধার কত ছায়া!
আমি আশা নিয়ে বাঁচি,অচতনে যাচি-
আছে যত...

মন্তব্য১১ টি রেটিং+০

দূরন্ত শৈশব

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১




#প্রাইমারি স্কুলের পাশেই ছিল ছোট খাল (স্থানীয় ভাষায় চড়ি বলে)বর্ষাকালে পাহাড়ি পানির স্রোতে কিছুটা গর্ত হতো,রাস্তা হতে উচ্চতা ছিল প্রায় দশফুটের মতো,ওখানে স্কুল ছুটি হলেই জামা-কাপড় খুলেই...

মন্তব্য১৪ টি রেটিং+১

ভালোবাসা জ্বর হয়ে যাও!

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০

একশ দু\' ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা শরীরে,
এটাকে হয়তো জ্বর বলে।
দু\'চার পাতা ওষুধের বড়ি খেলেই সারে,
তবু, দেহটা ভান ধরে;
যদি তুমি একবার কপালটা ছুঁয়ে দেখো,
অথবা চিবুকের নিচে!

তুমি অহেতুক উতলা হবে,জলপট্টি খুঁজবে
আর আমি জ্বরকে...

মন্তব্য২ টি রেটিং+০

ডাহুকী জীবন

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

ইচ্ছে হয় ডাহুকী হই,
অথবা গাঙচিল।
ডুব দিয়ে খুঁজি রুপালি সুখের স্মৃতি,
নয়তো নিজেরে বিলিয়ে দিই,আকাশ আর সমুদ্রের নীলে।
ব্যর্থ করে দিই,
পাওয়া না পাওয়ার শত তীর,
কল্পনার শীতল জলে দিই অবগাহন;
অথবা উড়ে উড়ে নির্জন কোনো...

মন্তব্য৮ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.