নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অতঃপর প্রথম সাক্ষাৎ

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

দিনটি ছিল রোববার। আমি আর সজিব তড়িঘড়ি করে বেরিয়ে পরলাম। পাঁচটার মধ্যেই পৌঁছাতে হবে।
-এই খালি....
-কই যাইবেন?
-এইতো সামনেই
বলেই তাড়াতাড়ি উঠে বসলাম দু'জন। কফি হাউজের সামনে নেমেই মানিবেব্যাগ থেকে ১০ টাকার একটা নতুন নোট দিয়ে দিল সজিব। প্রতিদিনকার মতো আজ আর ভাড়া নিয়ে পেচাল বাড়াল না।
মাঝেমধ্যে খেয়াল করছিলাম ওর দিকে। খুব এক্সাইটেড আজ। অথচ কোনো ফিলিংসই কাজ করছিল না আমার ভিতর। পরীক্ষাটা আজ ওর, তাই হয়তো।
নির্ধারিত সময়ের আগেই পৌঁছলাম আমরা। বসে বসে অপেক্ষার প্রহর গুনছি।
কফিতে চুমুক দিতে দিতে,
-দোস্ত, আসবে না মনে হয়।
-আরে বেটা অপেক্ষা কর। প্রেম করতে তো আমার পারমিশান লাগে নাই।
-এতোক্ষন লাগে!! টেকনিকেলের পরেই তো বাসা। ১৫ মিনিটের পথ।
মুখটা একটু বাঁকা করেই আবার চুমুক দিল।
কিছুক্ষন পর...
-বন্ধু দেখতো, আসতেছে মনে হয়!
দুজনের দৃষ্টি এক করলাম।
-হুম, তাইতো দেখছি। একদমই nervous হবি না।
যদিও মনে মনে নিজেই nervous হচ্ছিলাম। দ্রুত চুলে হাত বুলিয়ে নিলাম দুজন।
-sorry, আসতে একটু দেরি হলো।
-না না, its ok.
আমার হাতে gift টা দেখেই হয়তো আমার পরিচয় পেয়ে গেছে মেয়েটা।
বাম হাথ দিয়ে মুখের উপর এসে থাকা চুলগুলো সরিয়ে মুচকি হাসল। এরপর
আমার দিকে ইসারা করে বলল, "কি ব্যপার , বডিগার্ড নিয়ে এসেছ
দেখছি..."
আমিও একটা মিষ্টি হাসি উপস্থাপন করে বললাম, 'আপু, আপনার জুতোজোড়া বেশ সুন্দর।'
gf এর সাথে প্রথম দেখা করতে গেলে নিজের থেকে হ্যান্ডসাম কাউকে সাথে নিতে চায় না ছেলেরা। হয়তো সে কারনেই আমার আসার সুযোগ হলো। ;)
মাঝেমধ্যে একটু মুচকি হাসিতে বন্ধুকে সাহস যোগাচ্ছিলাম।
এইতো বেশ কিছুদিন আগেই ওদের পরিচয়।
Wrong Number & Wrong Person.
অতঃপর প্রথম সাক্ষাৎ।
মাত্র কয়েক মাসের মাঝেই অল্প কিছু কথা আর আবেগে এভাবে প্রেম হয়ে যেতে পারে কারও সঙ্গে কারও, সে শুধু গল্প-কবিতা আর সিনেমা, উপন্যাসেই পেয়েছি এতদিন।
ভাবছি, যদি আমার জীবনেও কখনও এমন সিনেমাটিক স্টাইলের প্রেম এসে ধরা দিত!! ওদের দেখে নিজেই রোমান্টিক হয়ে যাচ্ছিলাম বারবার। ;)

(সত্য কাহিনী অবলম্বনে লেখা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.