নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাসিমুখে বাড়ি ফেরা হলো না #:-S

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮

আজ আর হাসিমুখে বাড়ি ফেরা হলো না!
তার এই মনমালিন্যের হেতু কিছুটা হলেও আঁচ করতে পারি। হয়তো সেই একটা কারনেই তার মুখটা মেঘে ঢেকেছিল।
হয়তো সে নিষ্ঠুর বাতাস এদিক থেকেই প্রবাহিত হয়েছিল। যার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে বারবার।
তবুও শেষ মুহুর্তটুকুর জন্য অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম। তাও বিফলে গেল। #:-S
প্রতিদিনের মতো পাঁচ মিনিট সে আর দাড়ালো না। হাসিমুখে ছোটছোট বাক্য ছেড়ে চেপেরাখা অনুভুতিগুলো আর প্রকাশ করলো না। বরং গোমড়ামুখে নিজ গৃহ অভিমুখে রওনা হলো। হয়তো এটাও তার প্রতিশোধের প্রথম পর্ব।
ভাবছি তার অনুভুতিগুলো, তার প্রতিক্রিয়াগুলো কেমন হতে পারে!!
একটা পরিপুষ্ট গাছের যখন ঢালপালা ভেঙ্গে দেওয়া হয়, শিকড়্গুলো উপড়ে ফেলা হয় তখন ধিরে ধিরে গাছটি নিস্প্রাণ হয়ে যায়। ঠিক তেমনি ছোটখাটো বিষয়গুলোও একটা সময় কঠিন থেকে কঠিনতর হয়। তখন বন্ধুত্ব নামক গাছটিরও টিকে থাকা রিস্কি হয়ে যায়।
এই কল্পনাতীত পরিনতির সম্মুক্ষিন যাতে কখনোই না হতে হয়, সে প্রার্থনাই করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.